Match Prediction- প্রথম পর্বের হারের বদলা নিতে মুখিয়ে রাজস্থান, ফের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দিল্লি

  • আজ আইপিএলে দ্বিতীয় লেগে মুখোমুখি দিল্লি ও রাজস্থান
  • প্রথম পর্বের খেলায় রাজস্থানকে ৪৬ রানে হারিয়েছিল দিল্লি
  • প্রথম পর্বের হারের বদলা নিতে মরিয়া স্টিভ স্মিথের দল
  • অপরদিকে জিতে ফের লিগ শীর্ষে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী দিল্লি
     

আজ আইপিএলে দ্বিতীয় লেগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। দুবাই ইন্টার ন্যাশানাল স্টেডিয়ামে হতে চলেছে এই ম্যাচ। প্রথম পর্বের সাক্ষাতে রাজস্থানকে ৪৬ রানে হারিয়েছিল দিল্লি। দ্বিতীয় পর্বে সেই বদলা নিতে মুখিয়ে রয়েছে স্টিভ স্মিথের দল। শেষ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে রয়্য়ালসরা। তাই আত্মবিশ্বাসও আগের থেকে অনেকটাই ভাল জায়গায় রয়েছে গোটা দলের। যদিও ব্য়াটিং লাইনআপে স্টিভ স্মিথ, জস বাটলার, সঞ্জু স্যামসনদের ধারাবাহিকতা নিয়ে কিছুটায় চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। শেষ ম্যাচে রাহুল তেওয়াটিয়া ও রিয়ান পরাগের অবিশ্বাস্য ব্যাটিং রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছিল দলকে। তবে দলের ওপরের সারির ব্যাটসম্যানদের রানে ফেরার অপেক্ষায় রয়েছে রাজস্থান রয়্যালসের ভক্তরা। একইসঙ্গে গত ম্যাচ থেকে বেন স্টোকস দলের সঙ্গে যোগ দিয়েছে। তাই স্টোকসের উপরও বাড়তি ভরসা রাখছে দল। পাশাপাশি বোলিং লাইনআপে জোফ্রা আর্চার, শ্রেয়স গোপাল, কার্তিক ত্যাগি, জয়দেব উনাদকাট, রাহুল তেওয়াটিয়ারাও শেষ ম্যাচে ছন্দে ছিলেন। তাই আজ দুবাইতে দিল্লি বধ করে লিগ টেবিলে উপরে উঠতে মরিয়া স্টিভ স্মিথের দল।

অপরদিকে এবারের আইপিএলে অন্যতম সেরা দল শ্রেয়স আইয়রের দিল্লি ক্যাপিটালস। শেষে ম্যাচ মুম্বইয়ের কাছে হেরে পয়েন্ট টেবিলে রানরেটের বিচারে তাদের খোয়াতে হয়েছে শীর্ষস্থান। তবে মুম্বই ম্যাচকে একটা বাজে দিন হিসেবে ভুলে আইপিএলের দ্বিতীয় লেগেও দিল্লি ক্যাপিটালসের দুরন্ত অভিযান বজায় রাখতে চান কোচ রিকি পন্টিং। ব্য়াটিং-বোলিংয়ের সামঞ্জস্যের বিচার করলে দিল্লি ক্যাপিটালস এবারের আইপিএলে সবথেকে মজবুত দল। প্রথম লেগে ৭ ম্যাচে ৫ ম্যাচ জিতে তা প্রমাণও করেছে শ্রেয়স আইয়রের দল। ব্যাটিং লাইনআপে রানের মধ্যে রয়েছে শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়র, শেমরন হেটমায়ার, মার্কাস স্টয়নিসরা। শুধু চোটের কারণে ঋষভ পন্থের না থাকাটা দিল্লি দলের কাছে একটা ধাক্কা। তার বদলে দলে সুযোগ পাচ্ছেন অজিঙ্কে রাহানে। প্রথম সুযোগে রান না পেলেও, আজ রানে ফিরতে মরিয়া রাহানেও। পন্থের জায়গায় উইকেট রক্ষক হিসেবে সুযোগ পেয়ে নিজেক প্রমাণ করতে চাইছেন অ্যালেক্স ক্যারেও। এছাড়া দিল্লির বোলিং লাইনআপে দূরন্ত ছন্দে রয়েছে কাগিসো রাবাডা, আনরিখ নর্ৎজে, রবিচন্দ্রন অশ্বিন, অ্যাক্স প্যাটেল, হার্শল প্যাটেলরা।  ফলে আজ দ্বিতীয় লেগের সাক্ষাতেও রাজস্থানকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী দিল্লি ক্যাপিটালস।

Latest Videos

পিচ ও ওয়েদার রিপোর্ট-
দুবাইয়ের রাতের খেলার পিচ সাধারনত ব্যাটিং সহায়ক হতে চলেছে। বিশেষ করে যেই দল প্রথম ব্যাটিং করবে তারা একটু বাড়তি সুবিধা পাবে। দ্বিতীয় ব্যাটিংয়ের সময় পিচ একটু স্লো হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে স্পিনাররা সুবিধা পেতে পারে। আজ দুবাইয়ের তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রির আশেপাশে। একইসঙ্গে বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। 

ম্যাচ প্রেডিকশন-
দুই দলেই একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা নিজেরাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তবে দুই দলের সাম্প্রতিক ফর্ম ও শক্তির বিচারে অনেকটাই এগিয়ে দিল্লি ক্যাপিটালস দল। তাই ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, আজকের ম্যাচে আরও একবার রাজস্থান রয়্যালসকে হারাতে চলেছে দিল্লি ক্যাপিটালস।

Share this article
click me!

Latest Videos

শোকজের উত্তর দিয়ে ফের বিস্ফোরক মন্তব্য Humayun Kabir-এর, দেখুন কী বলছেন
‘Pakistan-এর মতো অবস্থা করে দেবো Bangladesh-এর’ Suvendu Adhikari-র চরম বার্তা | Suvendu Adhikari
Rajesh Karla-র সঙ্গে বিশেষ আলোচনায় Sebastian Coe, মুখ খুললেন ভারত, মোদী এবং তাঁর জীবনযাত্রা সম্পর্কে
Bangladesh ইস্যুতে অবশেষে মুখ খুললেন Mamata Banejee, দেখুন কী বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘Yunus সাহেবের আদৌ মেরুদণ্ড সোজা আছে কিনা সন্দেহ!’ Sukanta-র ঝাঁঝালো তোপ ইউনূসকে | Sukanta M