প্রথমে পৃথ্বী শ ও শেষে মার্কাস স্টয়নসের বিধ্বংসী ব্যাটংয়ের সৌজন্যে আইপিএলেরগুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যাললেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ১৯৭ রানের টার্গেট দিল দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন মার্কাস স্টয়নিস। এদিন টসে দিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। ওপেনিংয়ে নেমে দুরন্ত শুরু করেন শিখর ধওয়ান ও পৃথ্বী শ। শুরু থেকেই আক্রমণাত্বক ভঙ্গিতে ব্যাট শুরু করেন পৃথ্বী শ। একের পর এক বাউন্ডারি মারেন আরসিবি বোলারদের। ওভার পিছু ১০-এর বেশি রান রেট রেখে এগিয়ে যায় দিল্লি ক্যাপিটালস। অপরদিকে কিছুটা সামলে ব্যাট করেন শিখর ধওয়ান। ৬ ওভারের পাওয়ার প্লের শেষে দিল্লি ক্যাপিটাললসের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৬৩।
পাওয়ার প্লের পর কিছুটা আঁটোসাটো বোলিং করেন আরসিবি বোলাররা। যার ফলে স্বরূপ সপ্তম ওভারেই মহম্মদ সিরাজের বলে আক্রমণাত্বক শট খেলতে গিয়ে আউট হন পৃথ্বী শ। ২৩ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এরপর ক্রিজে আসেন দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়র। অপরদিকে দ্বিতীয় উইকেটের জন্য বেশি প্রতীক্ষা করতে হয়নি। ১০ ওভারে উদানার বলে আউট হন ধওয়ান। ৩২ রান করেন তিনি। ১০ ওভার শেষে দিল্লির স্কোর দাঁড়ায় ৮৫ রানে ২ উইকেট। ১২ তম ওভারে ফের বড় হিট করতে গিয়ে তৃতীয় উইকেট পড়ে দিল্লির। আইপিএল ২০২০-র প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট পান মঈন আলি। ১১ রান করে আউট হন শ্রেয়স আইয়র। ১২ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৯৪ রানে ৩ উইকেট। এরপর ইনিংসের রাশ ধরেন মার্কাস স্টয়নিস ও ঋষভ পন্থ। ১৪ তম ওভারে মঈন আলির ওভারে আসে ১৫ রান। একটি ছয় ও একটি চার মারেন স্টয়নিস। ১৫ তম ওভারে আক্রমণাত্বক ব্যাটিং করেন স্টয়নিস। নবদীপ সাইনির ওভারে আসে ১৭ রান। ১৫ ওভার শেষে দিল্লির স্কোর দাঁড়ায় ১৩৪ রানে ৩ উইকেট।
১৫ ওভার পর রানের গতিবেগ আরও বাড়ায়। বিধ্বংসী ইনিংস খেলেন অস্ট্রেলীয় তারকা মার্কাস স্টয়নিস। প্রতি ওভারে কার্যত বাউন্ডারি , ওভার বাউন্ডারির বন্যা বইয়ে দেন তিনি। তাকে যোগ্য সঙ্গত দেন ঋষভ পন্থ। বিশেষ করে নবদীপ সাইনিকে কার্যত তুলোধনা করেন স্টয়নিস। চতুর্থ উইকেটে ৮৯ রানের ঝোড়ো পার্টনারশিপ করার পর ১৯ তম ওভারে মহম্মদ শিরাজের বলে আউট হন ঋষভ পন্থ। তিনি করেন ২৫ বলে ৩৭ রান। ১৯ ওভারের শেষ বললে চার মেরে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন স্টয়নিস। মাত্র ২৪ বলে অর্ধশতরান করেন তিনি। ১৯ ওভার শেষে দিল্লির স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১০৪। উদানার শেষ ওভারে আসে ১২ রান। ইনিংস শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৯৬। ৫৩ রানে নট আউট থাকেন স্টয়নিস। আরসিবির টার্গেট ১৯৭ রান।