শিখর ধওয়ানের অনবদ্য শতরান, পঞ্জাবকে ১৬৫ রানের টার্গেট দিল দিল্লি

  • আইপিএলে দিল্লি বনাম পঞ্জাবের গুরুত্বপূর্ণ ম্যাচ
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়স আইয়র
  • নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৪ রান করে দিল্লি ক্যাপিটালস
  • দিল্লির হয়ে শতরানের অনবদ্য ইনিংস খেলেন শিখর ধওয়ান
     

চেন্নাই সুপার কিংসের পর কিংস ইলেভেন পঞ্জাব। পরপর দুম্যাচে অনবদ্য সেঞ্চুরি শিখর ধওয়ানের। গব্বরের দুরন্ত ব্যাটিয়ের সৌজন্যে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ১৬৪ রান করল দিল্লি ক্যাপিটালস। এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়র। ব্যাট করতে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার শিখর ধওয়ান ওপৃথ্বী শ। কিন্তু চতুর্থ ওভারে দলের ২৫ রানের মাথায় আউট হয়ে যান পৃথ্বী। জিমি নিশামের বলে ৭ করে আউট হন তিনি। তারপর ইনিংসের রাশ ধরার চেষ্টা করেন ধওয়ান ও অধিনায়ক শ্রেয়স আইয়র। অপরদিকে নিজের ভাল ফর্মের থাকার প্রদর্শন করতে থাকেন শিখর। একের পর এক আক্রমণাত্বক শট খেলেন তিনি। পাওয়ার প্লের ৬ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর দাঁড়ায়  ৫৩ রানে ১ উইকেট।

পাওয়ার প্লে-র পরও নিজেদের পার্টনারশিপ এগিয়ে নিয়ে যান শ্রেয়স আইয়র ও শিখর ধওয়ান। কিন্তু নবং ওভারে ভাঙে তাদের যুগলবন্দি। ৭৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে দিল্লির। মুরগান অশ্বিনের বলে ১৪ রান করে আউট হন তিনি। এরপর ক্রিজে আসেন চোট সারিয়ে দলে ফেরা ঋষভ পন্থ। ১০ ওভার শেষে দিল্লির স্কোর দাঁড়ায় ৮৩ রানে ২ উইকেট। এরপর নিজের অর্ধশতরানও পূরণ করেন ধওয়ান। অপরদিকে তাকে যোগ্য সঙ্গত দেন ঋষভ পন্থ। ১৩ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর দাঁড়ায় ১০৩ রানে ২ উইকেট। কিন্তু ১৪ তম ওভারে ম্যাক্সওয়েলের বলে আউট হন পন্থ। তিনি করেন ১৪ রান। এরপর ক্রিজে আসেন মার্কাস স্টয়নিস। ১৫ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর দাঁড়ায় ১১৭ রানে ৩ উইকেট। 

Latest Videos

১৫ ওভারের পর রানের গতিবেগ বাড়ান দিল্লির ব্যাটসম্যানরা। ১৬ব তম ওভারে আসে ৯ রান। নিজের আক্রমণাত্বক ইনিংস চালিয়ে যান শিখর ধওয়ান। ১৯ ওভার শেষে দিল্লির স্কোর দাঁড়ায় ১৩৯ রানে ৩ উইকেট। ১৮ তম ওভারে দ্রুত রান তুলতে গিয়ে আউট হন স্টয়নিস। মহম্মদ শামির বলে আউট হন তিনি। করেন ৯ রান। ১৮ ওভার শেষে দিল্লির স্কোর দাঁড়ায় ১৪৫ রানে ৪ উইকেট। ১৯ তম ওভারে নিজের শতরান পূরণ করেন শিখর ধওয়ান। ৫৭ বলে নিজের সেঞ্চরি পূরণ করেন ধওয়ান। ১৯ তম ওভারে দিল্লির স্কোর দাঁড়ায় ১৫৭ রানে ৪ উইকেট। শেষ ওভারে শামির বলে ১০ রান করে আউট হন হেটমায়ার। ২০ ওভার শেষে দিল্লির  স্কোর দাঁড়ায় ১৬৪ রানে ৫ উইকেট। ১০৬ রানে অপরাজিত থাকেন শিখর ধওয়ান। কিংস ইলেভেন পঞ্জাবের টার্গেট ১৬৫ রান। 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলে নেওয়ার জন্য অর্জুন সিং-য়ের উপর চাপ দেওয়া হচ্ছে'- Sukanta Majumdar #shorts #sukantamajumdar
Fake Passport Case: ঠিকানা বদলেও হল না লাভ, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতির পাণ্ডা মনোজ গুপ্ত
Puri-র সৈকতে পর্যটকদের ঢেউ! খাওয়া দাওয়া আড্ডার মধ্যে দিয়ে বাঙালির শীত উদযাপন, দেখুন
১৫ দিন পরও অধরা বিধাননগরের কাউন্সিলর, পুলিশকে ধুয়ে যা বললেন Sukanta Majumdar
'মাননীয়া আপনি রেখা পাত্রের কাছে হারবেন', মমতাকে একহাত নিলেন শুভেন্দু | Suvendu on Mamata