সিএসকের হয়ে অনন্য রেকর্ড গড়লেন ধোনি, যা নেই কোনও আইপিএল ক্রিকেটারের

  • পঞ্জাবের বিরুদ্ধে জয়ে ফিরল সিএসকে
  • মাঠে নেমেই অনন্য নজির গড়লেন ধোনি
  • যা নেই কোনও আইপিএল ক্রিকেটারের
  • সিএসকের তরফ থেকে সম্মান জানানো হল মাহিকে
     

Sudip Paul | Published : Apr 16, 2021 5:00 PM IST / Updated: Apr 16 2021, 10:31 PM IST

২০২০ সালের আইপিএল আরব আমিরশাহির মাটিতে খুব একটা ভালো যায়নি এমএস ধোনি ও তার দল চেন্নাই সুপার কিংসের। আইপিএলের ইতিহাসে প্রথমবার শেষ চারে কোয়ালিফাই করতে পারেনি সিএসকে। চলতি বছরে শুরু থেকেই তাই ভালো কিছু করার জন্য মরিয়া হয়ে রয়েছে অধিনায়ক ধোনি সহ সিএসকে দল। প্রথম ম্য়াচে হারতে হলেও, দ্বিতীয় ম্যাচে অনবদ্যভবে ঘুরে দাঁড়িয়েছে মাহির ইয়োলো ব্রিগেড। একইসঙ্গে পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নেমেই রেকর্ড গড়লেন ধোনি।

আরও পড়ুনঃঋষভ পন্থের ওপর বেজায় চটেছেন রিকি পন্টিং, দিল্লি শিবিরে এবার কী 'গৃহ যুদ্ধ'

আরও পড়ুনঃআইপিএলের মাঝেই বোর্ড সভাপতি পদে সৌরভের মেয়াদ বৃদ্ধির মামলা, কী জানাল সুপ্রিম কোর্ট

শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নেমে চেন্নাই সুপার কিংসের ইতিহাসে সর্বাধিক ২০০ ম্য়াচ খেলার অনন্য নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি। তবে এই রেকর্ড ধোনি শুধু আইপিএলে খেলার নিরিখি করেননি, এর মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ম্য়াচও। আইপিএলে সিএসকে-কে নেতৃত্ব দিয়ে তিনটি ট্রফি দিয়েছেন এমএস ধোনি। এছাড়া দুটি চ্যাম্পিয়নস লিগও জিতেয়েছেন মাহি। তবে সিএসকের হয়ে ২০০ ম্য়াচ খেলার নজির গড়ায় এদিন ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ধোনিকে সম্মান জানানো হয়। 

Share this article
click me!