আইপিএলে অনন্য নজির কেএল রাহুলের, ভাঙলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড

  • আইপিএলে আরসিবির বিরুদ্ধে বিধ্বংসী কেএল রাহুল
  • ৬৯ বলে খেললেন ১৩২ রানের চির স্মরণীয় ইনিংস
  • একইসঙ্গে রেকর্ড বুকেও নাম তুললেন কেএল রাহুল
  • এক নয় একাধিক রেকরড গড়লেন কিংস ইলেবেন অধিনায়ক
     

 

আরসিবির বিরুদ্ধে গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী ইনিংস খেললেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। ৬৯ বলে ১৩২ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে রয়েছে ৭টি ছক্কা ও ১৪টি চার। এই ম্যাচে অনন্য নজিরও গড়লেন কেএল রাহুল। ভারতীয় ব্যাটসম্য়ানদের মধ্যে আইপিএলে দ্রুত ২০০০ রান করার রেকর্ড গড়লেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক।  নিজের ৬০ তম ইনিংসে অই মাইলস্টোন ছুলেন কেএল রাহুল। এর আগে এই রেকর্ড ছিল কিংবদন্তী সচিন তেন্ডুলকরের দখলে। দেশি-বিদেশি মিলিয়ে এই নজির সবথেকে কম ইনিংসে করেছেন ক্রিস গেইল। ৪৮ তম ইনিংসে ২০০০ রান করেছিলেন ক্যারেবিয়ান তারকা। তবে ভারতীয়দের মধ্যে দ্রুততম কেএল রাহুল।

Latest Videos

শুধু ভারতীয়দের মধ্যে দ্রুততম ২ হাজার রান করাই নয়, আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ স্কোরের নজিরও গড়লেন কেএল রাহুল। তার ১৩২ রানের ইনিংস আইপিএলের ইতিহাসে যে কোনও ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক। এদিন ম্যাচের প্রথম থেকেই ছন্দে ছিলেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক। শুরু থেকেই একের পর এক আরসিবি বোলারদের আক্রমণ করে কার্যত রাতের ঘুম কেড়ে নেন তিনি।  মাত্র ৬২ বলে নিজের শতরান পূরণ করেন তিনি। শেষ সাত বলের মধ্যে নিজের রান ১৩২ নিয়ে যান রাহুল। এমনকি শেষ তিন ওভারে ৬০ রান করে কিংস ইলেভেন পঞ্জাবের ব্যাটসম্য়ানরা। তবে রাহুলের ৬৯ বলে ১৩২ রানেরপ ইনিংস আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ইনিংসগুলির মধ্যে স্মরণীয় হয়ে থাকবে। রাহুলের এই অনবদ্য ইনিংসের জন্য তাকে শুভেচ্ছাও জানান সকলে।    

Share this article
click me!

Latest Videos

নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য Barasat-এ!
স্বীকারোক্তি দেবের! মমতার সামনে 'ও মধু আই লাভ ইউ' গেয়ে উঠলেন দেব! দেখুন | Actor DEV | TMC
মাঝরাস্তায় যুবককে উত্তমমধ্যম যুবতীর! কারণ জানলে অবাক হবেন আপনিও, চাঞ্চল্য Konnagar-এ | Hooghly News
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি