পাঁচ নয় ৬ বার আইপিএল জয় করেছে মুম্বই, রোহিতকে পাঠানো শুভেচ্ছায় লা লিগার ঐতিহাসিক ভুল

Published : Nov 12, 2020, 03:06 PM ISTUpdated : Nov 12, 2020, 04:25 PM IST
পাঁচ নয় ৬ বার আইপিএল জয় করেছে মুম্বই, রোহিতকে পাঠানো শুভেচ্ছায় লা লিগার ঐতিহাসিক ভুল

সংক্ষিপ্ত

দিল্লিকে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই তারপর থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মুম্বই প্লেয়াররা অধিনায়ক রোহিত শর্মাকে শুভেচ্ছা জানাল লা লিগা কর্তৃপক্ষ কিন্তু শুভচ্ছা বার্তায় ভুল করল বিশ্বের জনপ্রিয় ফুটবল লিগ  

পঞ্চমবার আইপিএল জিতে নজরি সৃষ্টি করেছে মুম্ব ইন্ডিয়ান্স। আইপিএল ১৩-র ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারায় অধিনায়ক রোহিত শর্মার দল। ফাইনালে অধিনায়কোচিত ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলেছেন 'হিটম্যান'। মোট পঞ্চমবার ও পরপর দুবার ট্রফি জেতার পর শুভেচ্ছার জোয়ারে ভাসছে গোটা মুম্বই ইন্ডিয়ান্স দল। অধিনায়ক রোহিত শর্মাকে শুভেচ্ছা বার্তা পাচ্ছেন গোটা বিশ্ব থেকে। বিশ্বখ্যাত ফুটবল লিগা লা লিগার তরফ থেকেও শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে রোহিত শর্মাকে। কিন্তু শুভেচ্ছা বার্তায় ভুল করে বসল লা লিগা কর্তৃপক্ষ

ভারতে লা লিগার ব্র্যান্ড অ্যাম্বাসেডর রোহিত শর্মা। লা লিগার হয়ে প্রচারও করেছেন তিনি।  রোহিতই তাদের প্রথম এমন প্রচার মুখ যিনি ফুটবলার নন। আইপিএল জয়ের পর ভারতে তাদের অ্যাম্বাসেডরকে অভিনন্দন জানাতে ভোলেননি লা লিগা কর্তৃপক্ষ। কিন্তু তাতে এমন ভুল করে বসলেন লা লিগা কর্তৃপক্ষ যার কারণে সোশ্যাল মিডিয়ায় উঠেছে হাসির রোল। নিজেদের টুইটার হ্যান্ডলে লা লিগার তরফ থেকে লেখা হয়েছে, ‘অভিনন্দন রোহিত শর্মা অধিনায়ক হিসেবে ষষ্ঠ বার আইপিএল জয়ের জন্য’।

 

 

প্রসঙ্গত অধিনায়ক হিসেবে ষষ্ঠবার আইপিএল জেতেননি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে মোট পাঁচবারই আইপিএল ট্রফি জিতেছেন রোহিত শর্মা। কিন্তু মোট ৬ বার ট্রফি জিতেছেন রোহিত শর্মা। ২০০৯ সালে ডেকান চার্জার্সে থাকাকালীন প্রথম আইপিএল জিতেছিলেন রোহিত। কিন্তু সেবার দলের অধিনায়ক তিনি ছিলেন না। ডেকান চার্জাস দলের অধিনায়ক ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। কিন্তু লা লিগার এই ভুলে নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার হতে হয়নি লা লিগাকে।
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA 5th T20: "বান্ধবীকে বলেছিলাম প্রথম বলে ছয় মারব", মাঠের বাইরেও মুডে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক
IND vs SA 5th T20: দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়ে টি-২০ সিরিজ পকেটে ভারতের, বিশ্বকাপের আগে শক্তি বোঝাল টিম ইন্ডিয়া