Match Prediction- সিএসসকে জয়ের হ্যাটট্রিক, না কেকেআরের হারের, মেগা ম্য়াচ ঘিরে চড়ছে পারদ

  • আজ আইপিএলে দ্বিতীয় ম্যাচে কেকেআর বনাম সিএকে
  • প্রথম ম্যাচ জয়ের পর শেষ দুটি ম্যাচ হারতে হয়েছে নাইটদের
  • অপরদিকে প্রথম ম্য়াচ হারের পর টানা ২টি জয় পেয়েছে সিএসকে
  • আজকের মেগা ম্যাচে জিততে মরিয়া ধোনি ও মরগ্যানের দল
     

আজ আইপিএলের দ্বিতীয় মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। একদিকে প্রথম ম্যাচ হায়দরবাদের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলেও, মুম্বই ও আরসিবির বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ হারতে হয়েছে ইয়ন মর্গ্যানের দলকে। অপরদিকে ঠিক উল্টো পরিস্থিতি সিএসকে শিবিরে। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে হারতে হলেও পঞ্জাব ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ জিতে লিগ টেবিলে ভালো জায়গায় রয়েছে এমএস ধোনির দল। 

আরও পড়ুনঃ ২ মেয়ে সহ ১০ বছরের বড় ডিভোর্সি মহিলাকে কেন বিয়ে করেছিলেন শিখর ধওয়ান, জানুন সেই কাহিনি

Latest Videos

জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে সিএসকে-
গতবার আইপিএল একেবারে ভালো না গেলেও, ২০২০ আইপিএলে ভালো শুরু করেছে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে লড়াই করে হারলেও, পঞ্জাব ও রাজস্থানের বিরুদ্ধে কার্যত একতরফা ম্যাচে জয় পেয়েছে ধোনির দল। ধোনিকে নিজের পুরোনো ছন্দে না পাওয়া গেলেও, দলগত শক্তি হিসেবে দুরন্ত পারফর্ম করছে তিন বারের আইপিএল চ্যাম্পিয়নরা। ব্যাটিং লাইনআরে তিন ম্যাচে কম বেশি রানের মধ্যে রয়েছে ডুপ্লেসি, রায়ডু, রায়না, মইন আলি, স্যাম কুরান, ডোয়েইন ব্রাভো। একমাত্র রানের মধ্যে নেই রুতুরাজ গায়কোয়াড়। অপরদিকে বোলিং লাইনআপেও দীপক চাহর, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা সহ অলরাউন্ডার হিসেবে ভালো পারফর্ম করছেন মইন আলি, স্যাম কুরান, ডোয়েইন ব্রাভোরা। সব মিলিয়ে আজকের ম্যাচে কেকেআরের বিরুদ্ধে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী ইয়োলো আর্মি।

আরও পড়ুনঃএই সুপার হট অ্যান্ড সেক্সি অভিনেত্রীর প্রেমেই 'ক্লিন বোল্ড' পৃথ্বি শ, দেখুন ছবি

জয়ে ফেরার লক্ষ্যে কেকেআর-
অপরদিকে ব্যাটিং ও বোলিং দুই বিভাগের ধারাবাহিকতার অভাবে প্রতিযোগিতায় পরপর দুটি ম্যাচ হেরে যথেষ্ট কোণঠাসা হয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। ফলে লিগের লড়াইতে থাকতে হলে আজকের ম্যাচে জয় দরকার নাইটদের। ব্যাটিং লাইনআপে নীতিশ রানা ছাড়া আর কেউ তেমনভাবে ধারাবাহিকভাবে রান করতে পারেনি। তবে রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যানরা কিছুটা ছন্দে রয়েছে। গত ম্যাচে রাসেলের কিছুটা ছন্দে ফেরা দলের কাছে বাড়তি পাওনা। বোলিং লাইনআপেও তেমনভাবে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেনি কামিন্স, কৃষ্ণা, চক্রবর্তীরা। তবে আজকের ম্যাচে যেনতেন প্রকারে জিততে চাইছে ২ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। 

আরও পড়ুনঃদক্ষিণী হট অভিনেত্রীর লুকসে 'ক্লিন বোল্ড' সানরাইজার্সের 'চুলবুল পাণ্ডে', জানুন সেই কাহিনি

মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান-
শুধু এবারের আইপিএলের ফর্মের বিচারে নয়, কেকেআরের বিরুদ্ধে পরিসংখ্যানের নিরিখেও অনেকটা এগিয়ে সিএসকে। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে চেন্নাই সুপার কিংস জিতেছে ১৫ বার, অপরদিকে কলকাতা নাইট রাইডার্স জিতেছে ৯ বার। অমীমাংসীত ১টি ম্যাচ।

ম্য়াচ প্রেডিকশন-
এবারের আইপিএলে ছন্দে ফিরেছে চেন্নাই সুপার কিংস। অপরদিকে ধারাবাহিকতার অভাবে ডুবছে কেকেআর। দুই দলের শক্তির বিচার করলে উভয়ই সমান শক্তিশালী। কিন্তু সাম্প্রতিক ফর্ম বিচার করলে কিছুটা এগিয়ে রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। ফলে আজকের ম্যাচে তিন বারের আইপিএল চ্যাম্পিয়নদের এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু