Match Prediction- পঞ্চমবারের জন্য মুম্বই, না প্রথমবারের জন্য দিল্লি, আইপিএল ফাইনালে যাবে কোন দল

Published : Nov 05, 2020, 12:41 PM ISTUpdated : Nov 05, 2020, 12:44 PM IST
Match Prediction- পঞ্চমবারের জন্য মুম্বই, না প্রথমবারের জন্য দিল্লি, আইপিএল ফাইনালে যাবে কোন দল

সংক্ষিপ্ত

আজ থেকে শুরু আইপিএল ২০২০-র প্লে অফের ম্যাচ প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল ম্যাচ জিতে ফাইনালে যেতে  মরিয়া রোহিত ও শ্রেয়স ব্রিগেড  

আজ আইপিএলের প্লে অফের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। দুবাই ইন্টার ন্যাশানল স্টেডিয়ামে হবে এই মেগ ম্যাচ। ইতিমধ্যেই দুই শক্তিশালী দলের প্রতিদ্বন্দ্বীতাকে ঘিরে চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ। লিগ টেবিলের শীর্ষ থেকে প্লে অফে রোহিত শর্মার দল। যদিও শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হয়েছিল মুম্বইকে। যদিও সেই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরা, বোল্ট, হার্দিকদের। আজ পূর্ণ শক্তির দল নিয়েই ঝাঁপাতে চলেছে রোহিত ব্রিগেড। গ্রুপ লিগের দুই পর্বের সাক্ষাতেই দিল্লিকে হারিয়েছিল মুম্বই। তাই প্লে অফে নামার আগে আত্মবিশ্বাসী চারবারের আইপিএল চ্যাম্পিয়নরা। 

অপরদিকে, গ্রুপ পর্বের প্রথম রাউন্ডে দুরন্ত পারফর্ম করেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু দ্বিতীয় পর্বে পরপর ম্যাচ হেরে যথেষ্ট কোণঠাসা হয়ে পড়েছিল। পরপর চারটি ম্যাচ হারার পর শেষ ম্যাচে আরসিবিকে হারিয়ে প্লে অফে পৌছেছে অধিনায়ক শ্রেয়স আইয়রেরে দল। টানা ম্যাচ হারের থেকে জয়ে ফেরায় কিছুটা আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে কোচ রিকি পন্টিংয়ের দল। আজ প্লে অফে নামার আগা শক্তিশালী মুম্বই দলকে যথেষ্ট সমীহ করছে দিল্লি। দ্বিতীয় সুযোগ থাকলেও, আজই ম্যাচ জিতে ফাইনালে উঠতে বদ্ধপরিকর দিল্লি। তাই রোহিত শর্মা দলের বিরুদ্ধে নিজেরে সেরাটা উজার করে দিতে মরিয়া অধিনায়ক শ্রেয়স আইয়রের দল। 

পিচ ও ওয়েদার রিপোর্ট-
দুবাইয়ের পিচ প্রতিযোগিতার প্রথম থেকেই ব্যাটসম্যান সহায়ক।  ব্যাটে ভাল বল আসায় ব্যাটসম্যানদের শট খেলতে সুবিধা হয় এখানে। মাঠ বড় হওয়ায় স্পিনাররাও এখানে কিছুটা সুবিধা পায়। একই সঙ্গে শেষ দুটি ম্যাচে পেস বোলাররাও এখানে সুবিধা পয়েছে। আজ দুবাইয়ের তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির আশেপাশে। বজায় থাকবে আদ্রতা জনিত অস্বস্তি।

ম্যাচ প্রেডিকশন-
দুই দল খুবই শক্তিশালী। কিন্তু  ধারাবাহিকতার বিচার করলে দিল্লির থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চার বার চ্যাম্পিয়ন হওয়ার বড় ম্যাচ খেলার অভিজ্ঞতাও বেশি রোহিত শর্মার দলের। তাই ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, আজকের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ী হওয়ার সম্ভভাবনা বেশি।

PREV
click me!

Recommended Stories

Messi in Delhi: দিল্লীতে মেসির সঙ্গে দেখা করতে পারেন বিরাট? স্ত্রী অনুষ্কাকে নিয়ে দেশে ফিরলেন কোহলি
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল