Match Prediction- গতবার ফাইনাল হারের বদলা নিতে মরিয়া দিল্লি, ফের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা লক্ষ্যে মুম্বই

  • আজ আইপিএলে মুম্বই বনাম দিল্লি ম্যাচ
  • গতবারের দুই ফাইনাল্সিটের ম্যাত ঘিরে চড়ছে পারদ
  • ফাইনাল হারের বদলা নিতে মরিয়া রাজধানীর দল
  • অপরদিকে ফের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী চ্যাম্পিয়নরা
     

আজ আইপিএলে আরও একটি মেগা ম্যাচ। মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। আইপিএলের শুরুটা আরসিবির বিরুদ্ধে হার দিয়ে শুরু করলেও, কেকেআর ও সানরাইজার্সের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ জিতে ছন্দে ফিরেছে রোহিত শর্মার দল। অপরদিকে, প্রথম ম্যাচে সিএসকের বিরুদ্ধে জয়, দ্বীতীয় ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে হার, তৃতীয় ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে জয় পেয়েছে ঋষভ পন্থের দল। আজকের ম্যাচ জিতে লিগ টেবিলের উপরে উঠতে মরিয়া দুই দল।

আরও পড়ুনঃ দুরন্ত ছন্দে সিএসকে, জাদেজা ও মইন আলির দাপটে রাজস্থানকে ৪৫ রানে হারাল ধোনি ব্রিগেড

Latest Videos

বোলিং নিয়ে 'নো চিন্তা', ব্যাটিং লাইনআপে ছন্দে ফেরার অপেক্ষায় মুম্বই-
রাহুল চাহার, ক্রুণাল পান্ডিয়া, বুমরা-বোল্টদের দুরন্ত ফর্মের কারণে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে কম রান করেও জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে বোলিং নিয়ে খুব  একটা চিন্তার কারণ নেই মুম্বইয়ের। তবে ব্যাটিং লাইনআপের ফর্ম নিয়ে কিছুটা চিন্তা রয়েছে। কারণ তিন ম্যাচে প্রথমে ব্যাট করেও এখনও ১৬০-এর গণ্ডি টপকাতে পারেনি রোহিত শর্মার দল। রোহিত শর্মা রানের মধ্যে থাকলেও, ডিকক, সূর্যকুমার, ইশান কিষাণদের দারাবাহিকতার অভাব রয়েঠে। ফলে চতুর্থ ম্যাচে শক্তিশালী দিল্লির বিরুদ্ধে নামার আগে ব্য়াটিং লাইনআপে ভুলত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। তবে আজকে ম্য়াচে নামার আগে টানা তৃতীয় ম্যাচ জেতায় বিষয়ে আত্মবিশ্বাসী রোহিত ব্রিগেড।

 

 

আরও পড়ুনঃদক্ষিণী হট অভিনেত্রীর লুকসে 'ক্লিন বোল্ড' সানরাইজার্সের 'চুলবুল পাণ্ডে', জানুন সেই কাহিনি

মুম্বই বধ করতে মরিয়া দিল্লি ক্যাপিটালস-
একদিকে যখন ব্য়াটিং নিয়ে কিছুটা চিন্তায় মুম্বই, অপরদিকে ব্যাটিংলাইআপের বিধ্বংসী ফর্মের উপর ভরসা করেই বিপক্ষকে কুপকাত করছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ও তৃতীয় ম্যাচ জিতেছে দিল্লি ধওয়ান, পৃথ্বি, পন্থদের অপ্রতিরোধ্য ব্য়াটিংয়ের সৌজন্যে। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং লাইনআপ ক্লিক না করায় ম্য়াচ হারতে হয়েছিল দিল্লিকে। তবে বোলিং লাইনআপের ফর্ম নিয়ে একটু হলেও চিন্তা রয়েছে দিল্লির। কারণ সিএসকে ও পঞ্জাবের বিরুদ্ধে দিল্লি জিতলেও, বিপক্ষ দলও ১৯০ বা তারউপর রান করেছে। ফলে সই জায়গাটা মেরামতি করার চেষ্টা করেছেন রিকি পন্টিং। অশ্বিন ও আবেশ খান ফর্মে থাকলেও, রাবাডা, ক্রিস ওকসরা এখনও নিজেদের সেরা ছন্দে নেই। তবে মুম্বইকে হারিয়ে আজ লিগ টেবিলের উপরে উঠতে মরিয়া দিল্লি।

 

 

আরও পড়ুনঃ বিবাহ বার্ষিকীর রোমান্টিক মুহূর্ত থেকে আদর্শ বাবা, ডেভিড ওয়ার্নারের অদেখা কিছু মুহুর্ত

মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান-
দুই দলের মুখোমুখি সাক্ষাতের কিন্তু এগিয়ে রয়েছে ৫৬ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। এখনও পর্যন্ত আইপিএলর ইতিহাসে মোট ২৮ বার মুখোমুখি হয়ে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। যার মধ্যে রোহিত শর্মার দল জয় পেয়েছে ১৬টি ম্যাচে অপরদিকে ১২ টি ম্যাচে জয় পেয়েছে ঋষভ পন্থের দল। 

ম্যাচ প্রেডিকশন-
আজকের ম্য়াচ প্রতিযোগিতার অন্যতম সেরা ম্যাচ। গতবার দুই দলই ফাইনাল খেলেছে। ফলে ফাইনালে হারের বদলা নিতে মুখিয়ে থাকবে দিল্লি ক্যাপিটালস। অপরদিকে আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাইবে মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলের ব্যাটিং ও বোলিং লাইনআপের শক্তির তুল্যমূল্ বিচার করলে, ব্যাটিং লাইনআপ দুই দলেরই খুবই শক্তিশালী, তবে বোলিং লাইনআপে দিল্লির থেকে একটু এগিয়ে মুম্বই। তবে দিল্লির ব্যাটিংলাইনআপে বিধ্বংসী ফর্মে রয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা আজকের ম্য়াচে একটু হলেও এগিয়ে রাখছে দিল্লিকে।

Share this article
click me!

Latest Videos

মুম্বইতে বেলডাঙা ইস্যু তুলে মমতার সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু, দেখুন | Suvendu Adhikari
‘তৃণমূলের সবকটাই হাঙর’ দিলীপের চরম কটাক্ষ তৃণমূলকে | Dilip Ghosh News Today
মহারাষ্ট্র কাঁপালেন শুভেন্দু! সনাতনীদের এক হওয়ার নির্দেশ রাজ্য সভাপতির | Suvendu Adhikari News Today
একাই ১০০! মহারাষ্ট্রে ভোটের খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু! যা বলে দিলেন... | Suvendu Adhikari
‘কী সাহস! বলছে রাম মন্দির ভাঙবে!’ মহারাষ্ট্রের মাটিতে বিস্ফোরক শুভেন্দু! | Suvendu Adhikari News