Match Prediction- আজ আইপিএলে আরসিবি-মুম্বই মহারণ, জিতলেই পাকা শেষ চারের টিকিট

Published : Oct 28, 2020, 11:06 AM ISTUpdated : Oct 28, 2020, 11:10 AM IST
Match Prediction- আজ আইপিএলে আরসিবি-মুম্বই মহারণ, জিতলেই পাকা শেষ চারের টিকিট

সংক্ষিপ্ত

আজ মেগা ম্যাচে মুখোমুখি মুম্বই ও ব্যাঙ্গালোর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে এই ম্যাচ যেই দলই আজ জিতবে তারা পৌছে যাবে শেষ চারে তাই ম্যাচ জিততে মরিয়া কোহলি ও পোলার্ডের দল  

আজ আইপিএল ২০২০ পেতে চলেছে শেষ চারে নিশ্চিত হয়ে যাওয়া প্রথম দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে লিগ টেবিলের প্রথম ও দ্বিতীয় দল মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গাললোর। দুই দলেরই ১১ ম্যাচে ১৪ পয়েন্ট। রানরেটের বিচারে এগিয়ে রয়েছে মুম্বই।যেই দল আজকের ম্যাচ জিতবে তাদের পাকা হয়ে যাবে শেষ চারের টিকিট। প্রথম পর্বে দুই দলের সাক্ষাৎ রীতিমত থ্রিলারে পরিণত হয়েছিল। সুপার ওভারে গিয়েছিলল সেই ম্যাচ। অবশেষে সুপার ওভারে বাজিমাত করেছিল আরসিবি। আজ আবুধাবিতে মেগা ম্যাচ জিতে শেষ চারে পৌছতে মরিয়া বিরাট কোহলি ও রোহিত শর্মার দল। 

শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজ মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ তিন ম্যাচের মধ্যে ২টিতে হারতে হয়েছে মুম্বইকে। তাই কিছুটা চাপ থাকলেও, আজ আরসিবির বিরুদ্ধে প্রথম পর্বের হারের বদলা ও শেষ চারের টিকিট পেতে মরিয়া চার বারের আইপিএল চ্যাম্পিয়নরা। তারমধ্যে আজকের ম্যাচেও রোহিত শর্মাকে পাওয়ার সম্ভাবনা কম মুম্বইয়ের। শেষ ম্যাচে ব্যাটসম্যানরা রান করলেও, বোলারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছিল অন্তবর্তীকালীন অধিনায়র কায়রন পোলার্ডের দলের। তাই আজ নিজেদের সেরাটা উজার করে দিতে মরিয়া জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসন, ক্রুণাল পান্ডিয়া ও রাহুল চাহাররা।

অপরদিকে,শেষ ম্যাচে লিগ টেবিলে একেবারে নীচে থাকা দল চেন্নাই সুপার কিংসের কাছে হেরে ধাক্কা খেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। তাই আজ মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে সাবধানী বিরাট কোহলির দল। দলের ব্যাটিং লাইনআপের দুই প্রধান স্তম্ভ বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স দুরন্ত ফর্মে থাকলেও দেবদূত পাড়িকল, অ্যারন ফিঞ্চ, মঈন আলিদের ধারাবাহিকতার অভাব কিছুটা চিন্তায় রেখেছে আরসিবি টিম ম্যানেজমেন্টকে। অপরদিকে বোলিং সমস্যা অনেকটা কাটিয়ে উঠেছে আরসিবি। ছন্দে রয়েছেন ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহল, ক্রিস মরিস, নবদীপ সাইনি, মহম্মদ সিরাজরা। মুম্বইয়ের বিরুদ্ধে আরও একবার জয় পেতে বদ্ধপরিকর মুম্বই। 

পিচ ও ওয়েদার রিপোর্ট-
প্রতিযোগিতার অনেকগুলি ম্যাচ হলেও, গ্রাউন্ড স্টাফদের অক্লান্ত পরিশ্রমের ফলে পিচের চরিত্র পরিবর্তন হয়নি। আবুধাবির উইকেট ব্যাটিং সহায়ক হতে চলেছে। পিচ থেকে প্রথম কিছু ওভারে পেস বোলাররা কিছুটা সাহায্য পেতে পারে। আর মাঠ বড় হওয়ায় স্পিনারদের একটু সুবিধা হবে। ডিউ সমস্যা বড় ফ্যাক্টর হতে পারে আবুধাবিতে। তাই রান চেজের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন ব্যাটসম্যানরা। আজ আবুধাবির তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে থাকবে। বজায় থাকবে আদ্রতাও। 

ম্যাচ প্রেডিকশন-
দুই দলেই একাধিক তারকা থাকলেও, ব্যাটিং ও বোলিং বিভাগের সামগ্রিক শক্তির বিচারে কিছুটা এগিয়ে থাকছে মুম্বই ইন্ডিয়ান্স দল। তাই আজকের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকলেও, ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এই ম্যাচ জিততে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। 

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে