Match Prediction- সানরাইজার্স বনাম রাজস্থান, দুই অজি অধিনায়কের দ্বৈরথ দেখতে মুখিয়ে ক্রিকেট প্রেমিরা

  • আজ সুপার সানডেতে আইপিএলে ডবল হেডার
  • প্রথম ম্যাচে মুখোমুখি সানরাইজার্স ও রাজস্থান
  • একটানা ৪টি ম্যাচ হেরে চাপে স্টিভ স্মিথের দল
  • অপরদিকে ম্যাচ জিতে উপরে উঠতে মরিয়া হায়দরাবাদ
     

আজ সুপার সানডেতে আইপিএলে ডবল হেডার। প্রথম ম্যাচে মখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস। দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে হবে এই মেগা ফাইট। প্রথম দুটি ম্যাচ হেরে আইপিএল ২০২০-র অভিযান শুরু করলেও, তারপর পরপর দুটি ম্যাচে জিতে লিগ টেবিলের সাপ-লুডোর লড়াইতে ফেরে ডেভিড ওয়ার্নারের দল। তারপর মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারলেও, শেষ ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দলের দুই ওপেনার ওয়ার্নার ও বেয়ারস্টো ফর্মে থাকা স্বস্তি দিচ্ছে সানরাইজার্স টিম ম্যানেজমেন্টকে। মিডল অর্ডারে কেন উইলিয়ামসন রানে থাকলেও, মণীশ পাণ্ডে সহ বাকিদের ধারাবাহিকতার অভাব ভাবাচ্ছে দলকে। বোলিং লাইনআপে রাশিদ খান দলকে নেতৃত্ব দিচ্ছেন, আর তাকে যথার্থ সহযোগিতা করছেন সন্দীপ শর্মা,খালিল আহমেদ, টি নটরাজনরা। ফলে আজকের ম্যাচ জিতে লিগ টেবিলের একেবারে উপরে ওঠার বিষয়ে আত্মবিশ্বাসী ডেভিডও ওয়ার্নার ব্রিগেড।

Latest Videos

অপরদিকে, রাসজস্থান রয়্যালস দলের কাছে পরিস্থিতি ঠিক উল্টো। চেন্নাই ও পঞ্জাবকে হারিয়ে আইপিএল শুরু করলেও, তারপর টানা চার ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে স্টিভ স্মিথের দলকে। বর্তমানে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে রয়্যালসরা। তাই লিগ টেবিলের উপরের দিকে উঠতে হলে সানরাইজার্সের বিরুদ্ধে জয় দরকার তাদের। শেষ ম্যাচে শারজার ছোট মাঠেও ব্যাটিং লাইনআপের ব্যর্থতার জন্য ১৮৪ রানের টার্গেট চেজ করতে পারেনি স্টিভ স্মিথের দল। সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথরা প্রথম দুটি ম্য়াচে রান করলেও, তারপর থেকে তাদের ব্যাটেও অব্যাহত রানের খরা। জস বাটলার , যশস্বী জয়সওয়ালদের ধারাবাহিকতার অভাব নিয়েও দুশ্চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। অপরদিকে বোলিং লাইনআপে একমাত্র জোফ্রা আর্চার দুরন্ত ফর্মে রয়েছে। এছাড়া প্রতি ম্যাচে দলে একাধিক পরিবর্তনও করায়,সেট টিম করতে সমস্যায় পড়ছে রাজস্থান টিম ম্যানেজ মেন্ট। কিন্তু পরিস্থিতি যাই থাক আজ সানরাইজার্সের বিরুদ্ধে জিততে মরিয়া রয়্যালসরা। 

পিচ ও ওয়েদার রিপোর্ট-
দুবাইয়ের পিচ ব্যাটিং সহায়ক পিচ হবে। মাঠ একটু বড় হওয়ায় কিছুটা সুবিধা পাবে স্পিনাররাও। কিন্তু রান চেজের ক্ষেত্রে সবসময় দুবাইতে সমস্যায় পড়েছে দ্বিতীয় ব্যাটিং করা দল। তাই দুবাইতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়াই ভাল। দুবাইয়ের তাপমাত্রা আজ একটু বেশিই ভোগাতে পারে প্লেয়ারদের। কারণ আজ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির আশেপাশে। বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।

ম্যাচ প্রেডিকশন-
দুই দলই তারকা সমৃদ্ধ। একার কাঁদে ম্যাচের ভাগ্য নির্ধারণ করার প্লেয়ার রয়েছে দুই দলেই। তবে সাম্প্রতিক ফর্মের বিচারে সানরাইজার্স কিছুটা এগিয়ে  থাকছে। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন আজ যেই দল প্রথম ব্যাট করবে তারাই ম্যাচ জেতার সম্ভাবনা বেশি।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: হাওড়ায় মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla
ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury