আজ আইপিএলের ইয়ন মর্গ্যানের অভিজ্ঞতা বনাম ঋষভ পন্থের তারুণ্যের লড়াই। যদিও এবারের আইপিএলে ফর্মের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অপরদিকে ৫ ম্য়াচে ২ জয় পেয়ে যথেষ্ট চাপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও শেষ ম্য়াচে পঞ্জাবকে কেকেআর হারালেও, আরসিবির বিরুদ্ধে শেষ ম্য়াচ হারতে হয়েছে দিল্লিকে। তাই আজকের ম্যাচে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই দল। মেগা ম্যাচের আগে দেখে নিন দলের সম্ভাব্য একাদশ।
কেকেআরের সম্ভাব্য একাদশ-
শেষ ম্য়াচে পঞ্জাবের বিরুদ্ধে জয় কেকেআরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে। উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনাও খুব কম নাইটদের টিম ম্যানজমেন্টের। একই দল নিয়ে আজ মাঠে নামবে কেকেআর। ব্যাটিং লাইনআপে থাকছেন নীতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক),দীনেশ কার্তিক ( উইকেট রক্ষক)। দলে অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন। বোলিং লাইনআপে থাকছেন প্যাট কামিন্স, শিবম মাভি, প্রসিদ্ধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ-
শেষ ম্য়াত আরসিবির বিরুদ্ধে লড়াই করে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। তবে আজকের ম্যাচে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই ঋষভ পন্থের দলের। দিল্লির ব্যাটিং লাইনআপে থাকছেন পৃথ্বী শ, শিখর ধওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ(অধিনায়ক ও উইকেট রক্ষক), শেমরন হেটমায়ার। অলরাউন্ডারের ভূমিকায় দলে থাকছেন মার্কাস স্টয়নিস, অক্ষর প্যাটেল। এছাড়া বোলিং লাইনআপে থাকছেন অমিত মিশ্রা, ইশান্ত শর্মা, কাগিসো রাবাডা, আবেশ খান।
দুই দলের শক্তির বিচারে করলে একটা তফাৎ না থাকলেও, এবারের পারফরমেন্সের নিরিখে দিল্লিকে এগিয়ে রাখতেই হবে। তবে পরিসংখ্যান কিছুটা স্বস্তি দিচ্ছে কেকেকআরকে। দুই দলের ২৭ ম্যাচের মধ্যে ১৪টিতে জয় পেয়েছে কেকেআর ও ১২টি জয় পেয়েছে দিল্লি। একটি ম্যাচ অমীমাংসীত। তবে আজকে আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।