রোহিত বনাম ওয়ার্নার দ্বৈরথ, দেখে নিন কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ

  • আজ আইপিএলে মুম্বই বনাম হায়দরাবাদ
  • ম্য়াচ জিততে মরিয়া দুই দলের অধিনায়ক
  • রুদ্ধশ্বাস ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা
  • দুই দলের সম্ভাব্য একাদশ নিয়েও চলছে জল্পনা
     

Sudip Paul | Published : Apr 17, 2021 6:47 AM IST

আজ আইপিএলের আরও এক মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। একদিকে পরপর দুটি ম্যাচ হেরে বেশ চাপে রয়েছে ডেভিড ওয়ার্নারের দল। তৃতীয় ম্যাচ থেকে জয় পেতে মরিয়া হয়ে উঠেছে ওয়ার্নার, মমীশ, বেয়ারস্টো, ভুবনেশ্বর, রাশিদ খানরা। অপরদিকে প্রথম ম্য়াচ হারলেও, দ্বিতীয় ম্যাচেই কেকেআরকে হারিয়ে নিজেদের চেনা ছন্দে ফিরেছে রোহিত শর্মার দল। তৃতীয় ম্যাচেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মুম্বই। 

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ-
দ্বিতীয় ম্যাচে একসময় কার্যত হারা ম্যাচ থেকে দুরন্তভাবে কামব্যাকসকরে জয় পেয়েছিল মুম্বই। কেকআরের বিরুদ্ধে ১০ রানে জয় পেয়েছিল রোহিত ব্রিগেড। তৃতীয় ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজ ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। আজকের ম্য়াচে মুম্বইয়ের ব্যাটিং লাইনআপে থাকছেন রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডিকক, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ,হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ডিয়া। বোলিং লাইনআপে থাকছেন রাহুল চাহার, মার্কো জানসেন, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ-
বর্তমানে লিগ টেবিলের একেবারে নীচে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তৃতীয় ম্যাচে জয় না পেলে আরও পিছিয়ে পড়বে ওয়ার্নারের দল। আজ হায়দরাবাদের প্রথম একাদশে ওপেনিংয়ের দায়িত্ব সামলাবেন ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা ( উইকেট রক্ষক)। মিডল অর্ডারে থাকছেন মণীশ পাণ্ডে, জনি বেয়ারস্টো, আবদুল সামাদ। অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন জেসন হোল্ডার, বিজয় শংকর। শেষে বোলিং লাইনআপে থাকছেন রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, টি নটরাজন।

দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে কিন্তু সমানে সমানে টক্কর হয়েছে। ১৬ ম্যাচে দুই দলই জিতেছে আটবার করে। তবে সাম্প্রতিক ম্যাচ ও ফর্মের বিচারে কিন্তু আজকের ম্যাচে মুম্বইকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আর ক্রিকেট প্রেমিরা অপেক্ষা করছে আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচ দেখার জন্য।

Share this article
click me!