Match Prediction- প্রথম সাক্ষাতে জয় পেয়েছিল ওয়ার্নার, এবার বদলা নিতে তৈরি ধোনি

  • আজ আইপিএলে মুখোমুখি সানরাইজার্স ও সিএসকে
  • লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ডেভিড ওয়ার্নারের দল
  • অপরদিকে লিগ টেবিলে সপ্তম স্থানে রয়েছে এমএস ধোনির দল
  • আজ দুবাইতে ম্যাচ জিতে উপরে উঠতে মরিয়া দুই দলের অধিনায়ক
     

Sudip Paul | Published : Oct 13, 2020 6:08 AM IST / Updated: Oct 13 2020, 12:30 PM IST

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আউইপিএলের দ্বিতীয় লিগের খেলা। দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলই তাদের শেষ ম্য়াচ হেরে একে অপরের মুখোমুখি হচ্ছে। ডেভিড ওয়ার্নারের দল তাদের শেষ ম্যাচ রাজস্থান রয়্যালসের কাছে হেরেছে। কার্যত জেতা ম্যাচ হাত ছাড়া হয়েছে তাদের। বর্তমানে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সানরাইজার্স। অপরদিকে, আরসিবির কাছে ৩৭ রানে শেষ ম্যাচ হরেছে সিএসকে। বর্তমানে ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে সিএসকে। দুই দল প্রথম পর্বের খেলাতে এই মাঠেই মুখোমুখি হয়েছিল। সেখানে রুদ্ধশ্বাস ম্যাচে সিএসকে-কে ৭ রানে হারিয়েছিল এসআরএইচ।

তবে এই ম্য়াচে নামার আগে পয়েন্ট দলগত পারফরমেন্সের বিচারে চেন্নাইয়ের থেকে ভাল জায়গায় রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ দল। দলের ব্য়াটি্ং লাইনআপে ফর্মে রয়েছে ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। বেশ কয়েকটি ম্যাচে ভল শুরু করেছে এই ওপেনিং জুটি। অপরদিকে মিডল অর্ডারে রয়েছে মণীশ পাণ্ডে, কেন উইলিয়ামসনদের অভিজ্ঞতা। রানের মধ্যে রয়েছে দুই তারকাও। এছাড়া থাকছে প্রিয়ম গর্গ, বিজয় শংকর, অভিষেক শর্মা। বোলিং লাইনআপে দুরন্ত ছন্দে রয়েছেন রাশিদ খান। এছাড়া দলকে ভরসা জোগাচ্ছেন সন্দীপ শর্মা, খালিল আহমেদ, টি নটরাজনরা। ফলে প্রথম পর্বের মত আরও একবার চেন্নাইকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী ওয়ার্নার ব্রিগেড।

অপরদিকে, একের পর এক ম্য়াচ হেরে চাপে রয়েছে এমএস ধোনির দল। কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাদের। দ্বিতীয় লিগে প্রতি ম্যাচ তাদের প্রায় তাদের কাছে ডু অর ডাই। তাই দ্বিতীয় লিগে নতুনভাবে শুরু করতে চাইছে ধোনির দল। ফেরার চেষ্টা করছেন তাদের পুরোনো ফর্মে। তবে দলে বেশ কিছু সমস্যা রয়েছে ধোনির দলের ব্যাটিং লাইনআপে ডুপ্লেসি ফর্মে থাকলেও শেষ কয়েকটি ব্যাাটে তার ব্যাটে রান আসেনি। নিজের সেরা ফর্মে নেই ওয়াটসনও। এছাড়াও মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব রয়েছে অম্বাতি রায়ডুর। গত ম্য়াচে অবশ্য প্রথম সুযোগ পেয়ে ৩৪ রানের ইনিংস খেলে বনজর কেড়ছিলেন এন জগদিশান। নিজের সেরা ফর্মে নেই মহেন্দ্র সিং ধোনিও। যদিও বোলিং লাইনআপ আশানরূপ ভাল পারফর্ম করছে। দীপক  চাহার, শার্দুল ঠাকুর, স্যাম কুরান, করণ শর্মা, ব্রাভো, জাদেজারা দলকে ভরসা দিচ্ছে। ফলে পরিস্থিতি যাই থাক রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জিততে মরিয়া সিএসকে।

পিচ ও ওয়েদার রিপোর্ট-
দুবাইয়ের রাতের খেলার পিচ সাধারনত ব্যাটিং সহায়ক হতে চলেছে। বিশেষ করে যেই দল প্রথম ব্যাটিং করবে তারা একটু বাড়তি সুবিধা পাবে। দ্বিতীয় ব্যাটিংয়ের সময় পিচ একটু স্লো হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে স্পিনাররা সুবিধা পেতে পারে। আজ দুবাইয়ের তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রির আশেপাশে। একইসঙ্গে বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। 

ম্যাচ প্রেডিকশন-
দুই দলই প্রতিযোগিতায় চাপ রয়েছে। কিন্তু দুই দলেই রয়েছে একাধিক ম্যাচ উইনার। সাম্প্রতিক ফর্মের বিচারে সানরাইজার্স হায়দরাবাদ চেন্নাই সুপার কিংসের থেকে কিছুটা ভাল জায়াগায় রয়েছে। তবে আজ দুবাইতে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, যেই দল প্রথমে ব্যাট করবে তারাই ম্যাচ জেতার সম্ভাবনা অনেক বেশি।

Share this article
click me!