আইপিএল ২০২০-তে কবে কোন খেলা হায়দরবাদ সানরাইজার্সের, দেখে নিন ফিক্সচার

Published : Feb 16, 2020, 02:16 PM IST
আইপিএল ২০২০-তে কবে কোন খেলা হায়দরবাদ সানরাইজার্সের, দেখে নিন ফিক্সচার

সংক্ষিপ্ত

১লা এপ্রিল আইপিএল অভিযান শুরু হায়দ্রাবাদের মুম্বাই ইন্ডিয়ান্স-এর বিরুদ্ধে মাঠে নামবে তারা প্রথম ম্যাচটি তারা খেলবে ঘরের মাঠেই এর আগে ১বার আইপিএল ট্রফি জিতেছেন তারা  

২০২০ আইপিএলে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী সানরাইজার্স হায়দরাবাদ। গতবার ২০১৯ সালের আইপিএলে ভালো পারফরম্যান্স করেছিল অরেঞ্জ আর্মি। এই বছরও ভালো পারফরম্যান্স করার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। দলের মেন্টর ভিভিএস লক্ষ্মণ জানিয়েছেন দলে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল আছে। তার সাথে শেষ নিলামে বেশ কিছু ভালো ক্রিকেটারকেও সই করিয়েছেন তারা। সব কিছু ভালোই হবে বলে আশাবাদী তিনি। গত নিলামে মিচেল মার্শ, ফ্যাবিয়ান অ্যালেনের মতো অলরাউন্ডারদের সই করিয়েছে তারা। ভারতীয় অনুর্ধ ১৯ দলের অধিনায়ক প্রিয়ম গর্গ-কেও দলে নিয়েছেন তারা। এছাড়া দলের তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, মহম্মদ নবি, রাশিদ খানরা ভালোই ছন্দে আছেন। চোট সারিয়ে ফিরেছেন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে রয়েছেন সিদ্ধার্থ কউল, শ্রীবৎস গোস্বামীরা। সব মিলিয়ে বলা যায় আইপিএল ২০২০-এর জন্য তৈরি হায়দরাবাদ।

আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ ১লা এপ্রিল। ঘরের মাঠে তারা নামবেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তাদের পুরো ফিক্সচারটি নিচে দেওয়া হল --

১. বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। ১লা এপ্রিল (হোম)
২. বনাম কিংস ইলেভেন পাঞ্জাব। ৪ঠা এপ্রিল (অ্যাওয়ে)
৩. বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৭ই এপ্রিল (অ্যাওয়ে)
৪. বনাম রাজস্থান রয়েলস। ১২ই এপ্রিল (হোম)
৫. বনাম কলকাতা নাইট রাইডার্স। ১৬ই এপ্রিল (হোম) 
৬. বনাম চেন্নাই সুপার কিংস। ১৯শে এপ্রিল (অ্যাওয়ে)
৭. বনাম রাজস্থান রয়েলস। ২১শে এপ্রিল (অ্যাওয়ে)
৮. বনাম দিল্লি ক্যাপিটালস। ২৬শে এপ্রিল (হোম)
৯. বনাম চেন্নাই সুপার কিংস। ৩০শে এপ্রিল (হোম)
১০. বনাম দিল্লি ক্যাপিটালস। ৩রা মে (অ্যাওয়ে)
১১. বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৫ই মে (হোম)
১২. বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। ৯ই মে (অ্যাওয়ে)
১৩. বনাম কিংস ইলেভেন পাঞ্জাব। ১২ই মে (হোম)
১৪.  বনাম কলকাতা নাইট রাইডার্স। ১৫ই মে (অ্যাওয়ে)

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত