'আত্মবিশ্বাসী কিন্তু আত্মতুষ্ট নয়' চেন্নাই ম্যাচের আগে সাফ বার্তা হাবাসের, গোল থাকতে চান উইলিয়ামসও

Published : Dec 28, 2020, 09:04 PM IST
'আত্মবিশ্বাসী কিন্তু আত্মতুষ্ট নয়' চেন্নাই ম্যাচের আগে সাফ বার্তা হাবাসের, গোল থাকতে চান উইলিয়ামসও

সংক্ষিপ্ত

মঙ্গলবার  আইএসএলে চেন্নাইয়ের মুখোমুখি এটিকে মোহনবাগান শেষ দুই ম্যাচে গোয়া ও বেঙ্গালুরুকে হারিয়ে আত্মবিশ্বাসী বাগান তবে আত্মতুষ্টিতে ভুগতে নারাজা বাগানের স্প্যানিস কোচ হাবাস এই ম্যাচেও গোল করতে চান অজি স্ট্রাইকার ডেভিড উইলিয়ামস  

প্রথম তিন ম্যাচে জয়, মাঝে ২ ম্যাচ ছন্দপতন, শেষ দুই ম্যাচে ফের জয়ে ফিরেছে এটিকে মোহনবাগান। পরপর দুটি ম্যাচে এফসি গোয়া ও বেঙ্গালুরু এফসির মতো শক্তিশালী দলকে হারিয়ে আত্মবিশ্বাসও ভরপুর অ্যান্তেনিও লোপেজ হাবাসের দল। মঙ্গলবার সবুজ-মেরুণ ব্রিগেডের প্রতিপ চেন্নাইয়িন  এফসি। তবে দুরন্ত ফর্মে থাকলেও দলকে আত্মতুষ্টিতে ভোগা নয়, পাল্টা সম্পূর্ণ শক্তি নিয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে ঝাঁপানোর কথা বললেন বাগানের স্প্যানিশ কোচ।

চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠক অ্যান্তোনিও লোপেজ হাবাস জানান,'সবে প্রতিযোগিতার শুরু, আমাদের লম্বা পথ যেতে হবে। তাই এখনই আত্মতুষ্টিতে ভোগার কোনও কারণ নেই। চেন্নাই খুবই শক্তিশালী দল, গতবার ফাইনালেও খেলেছে। তাই প্রতিপক্ষকে হালকাভবে দেখার কোনও মানেই হয়না। তবে, দলের প্লেয়াদরদের মধ্যে আত্মবিশ্বাস ভালো জায়গায় রয়েছে। আমরা আমাদের পরিকল্পনামাফিক খেলে ৩ পয়েন্ট পাওয়ার বিষয়ে আশাবাদী।' একইসঙ্গে হাবাস জানিয়েছেন,চেন্নাই ম্যাচে চোট সারিয়ে মাঠে ফিরতে চলেছেন জাভি হার্নান্ডেজ। যার ফলে দলের শক্তি আরও বাড়বে।

অপরদিকে,বেঙ্গালুরুর বিরুদ্ধে মরসুমের প্রথম গোল করেছেন এটিকে মোহনবাগানের অস্ট্রেলিয়া তারকা ডেভিড উইলিয়ামস। চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী এটিকে তারকা। তিনি জানালেন,'অবশ্যই চেন্নাইয়ের বিরুদ্ধে গোল করতে চাইব। তবে আমার গোল করার থেকেও দলের জয় পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। একইসঙ্গে আমরা যদি আমাদের পরিকল্পনামাফিক খেলি, তাহলে এই ম্য়াচ থেকেও ৩ পয়েন্ট পাওয়ার বিষয়ে আশাবাদী।' গোটা দলের আত্মবিশ্বাস যে ভালো জায়গায় রয়েছে, সেই কথাও জানিয়েছেন ডেভিড উইলিয়ামস।

PREV
click me!

Recommended Stories

Messi in India: আম্বানি পরিবারের ‘বনতারা’ ঘুরে সফর শেষ করলেন মেসি, মঙ্গলবার ভারত ছাড়লেন বাকি দুই সতীর্থও
Messi in Kolkata: যুবভারতীকাণ্ডে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগরের সিপি-কে শো কজ! সাসপেন্ড ডিসি