ডেভিড উইললিয়ামসের শেষ মুহূর্তের গোল, দুই ম্যাচ পর জয়ে ফিরল এটিকে মোহনবাগান

  • আইএসএলে জয়ে ফিরল এটিকে মোহনবাগান
  • চেন্নাইয়িন এফসিকে ১-০ গোলে হারাল হাবাসের দল
  • ম্য়াচের ইনজুরি টাইমে গোল করেন ডেভিড উইলিয়ামস
  • এই ম্যাচ জয়ের ফলে উচ্ছ্বসিচ সবুজ-মেরুণ ব্রিগেড
     

মুম্বই ম্য়াচে হার, গোয়া ম্যাচে ড্র। দু ম্য়াচ পর জয়ে ফিরল এটিকে মোহন বাগান। আইরএসএলের গুরুত্বপূর্ণ ম্য়াচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে ৩ পয়েন্ট ঘরে তুলল সবুজ-মেরুণ ব্রিগেড। ম্যাচে গোল করে অ্যান্টোনিও লোপেজ হাবাসের দলের ত্রাতা হলেন অস্ট্রেলিয়ার স্ট্রাইকার ডেভিড উইলিয়ামস। অপরদিকে, ইনজুরি টাইমে গোল হজম করে ম্যাচ হারায় হতাশ চেন্নাই শিবির। এই ম্যাচ জয়ের ফলে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট লিগ টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখল এটিকেএমবি। 

এদিন টানটান উত্তেজনায় শুরু এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচ। প্রথমার্ধে অ্যান্টোনিও লোপেজ হাবাস ও কসাবা লাজলোর দল রক্ষণ সামলে আক্রমণে যাওয়ার রণনীতি নেয়। তবে খেলার রাশ বেশি হাতে ছিল সবুজ-মেরুণ ব্রিগেডের। মাঝমাঠের রাশও ধরে রেখেছিল গার্সি, ম্য়াকভিউজ, হার্নান্ডেজদের হাতে। প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি এটিকে মোহনবাগান ও চেন্নাইয়িন এফসি।

Latest Videos

দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের জন্য ঝাপায় দুই দল। রণনীতি কিছুটা পরিবর্তন করে আক্রমণের মাত্রা বাড়ায় লোপেজ হাবাস ও কসাবা লাজলোর দল। তবে ম্যাচের নির্ধারিত সময় ৯০ মিনিটে গোলের মুখ খুলতে পারেনি কোনও দল। ইনজুরি টাইমের ৯১ মিনিটে এটিকে মোহনবাগানকে গোল করে এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস। ইনজুরি টাইমে গোল হজম করে আর ম্য়াচে পিরতে পারেনি চেন্নাই। ১-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় সবুজ-মেরুণ ব্রিগেড। ২ ম্যাচ পর জয়ে পেয়ে খুশি কোচ হাবাস থেকে সবুজ-মেরুণ প্লেয়াররা।

Share this article
click me!

Latest Videos

'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা