Match Prediction- মোহনবাগানের সামনে নর্থ ইস্ট, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হাবাস ব্রিগেড

  • আজ আইএসএলের গুরুত্বপূর্ণ  ম্যাচ
  • মুখোমুখি এটিকে মোহনবাগান ও নর্থ ইস্ট
  • ম্যাচ জিতে মুম্বইয়ের সঙ্গে ব্যবধান কমানোই লক্ষ্য
  • জানিয়ে দিয়েছেন বাগান কোচ লোপেজ হাবাস

মুম্বইয়ের বিরুদ্ধে হার ও গোয়ার বিরুদ্ধে ড্রয়ের পর শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ে ফিরেছে এটিকে মোহনবাগান। আজ আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে অ্যান্টোনিও লোপেজ হাবাসের দল। এই ম্যাচ জিতে শেষ চারের দিকে আরও এক পা বাড়ানো ও মুম্বইয়ের সঙ্গে ব্যবধান কমাতে চাইছে মোহনবাগান। অপরদিকে লিগ টেবিলের ৫ নম্বরে রয়েছে নর্থ ইস্ট উইনাইটেড। এটিকেএমবি-র বিরুদ্ধে ম্যাচ জিতে লিগ টেবিলের উপরে উপরে উঠতে মরিয়া জেরার্ড নাসের দল।

লক্ষ্য মুম্বইয়ের সঙ্গে ব্যবধান কমানো-
বর্তমানে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। সোমবার চেন্নাইয়ের বিরুদ্ধে ড্র করায় ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট প্রথম স্থানে রয়েছে মুম্বই সিটি। আজ নর্থইস্টকে হারিয়ে মুম্বইয়ের সঙ্গে ব্যবধান কমানোই প্রধান লক্ষ্য হাবাস ব্রিগেডের।  প্রথম পর্বের ম্যাচে হাইল্যান্ডার্সদের ২-০ গোলে হারিয়েছিল এটিকে মোহনবাগান। তবে প্রথম লেগের সাফল্যকে ভুলে আজকের ম্যাচে সর্বশক্তি দিয়েই ঝাপাতে চলেছে সবুজ-মেরুণ ব্রিগেড। ম্যাচের আগের দিন বাগান মাঝমাঠের স্তম্ভ জাভি হার্নান্ডেজ জানিয়েছেন,'প্লে অফে পৌঁছে গেছি, এটা ভেবে খেলতে নামব না আমরা। শুধু তিন পয়েন্ট পাওয়াই আমাদের লক্ষ্য। আমরা লিগের শেষে শীর্ষে থাকতে চাই। তাই এই ম্যাচ আমাদের জিততেই হবে।' তবে চেন্নাইয়ের বিরুদ্ধে চোট পাওয়ায় আজকের ম্যাচে পাওয়া যাবে না এদু গার্সিয়াকে। তবে এসব নিয়ে না ভেবে প্রথমে গোল করে এগিয়ে যাওয়াই লক্ষ্য বাগান কোচের। 

Latest Videos

দলবদ্ধ ফুটবল খেলেই বাগান বধের পরিকল্পনা-
অপরদিকে,শেষ ম্য়াচে জামশেদপুরের বিরুদ্ধে জয় পাওয়ার পর আত্মবিশ্বাসী নর্থইস্ট ইউনাইটেডও। তবে এটিকে মোহনবাগানের মত কঠিন টিমের বিরুদ্ধে নামার আগে যথেষ্ট সাবধানি নর্থইস্ট কোচ জেরার্ড নাস। প্রতিপক্ষকে যথেষ্ট সমীহও করছে হাইল্যান্ডার্সরা। তাই আজকের ম্যাচে রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলাই লক্ষ্য নর্থইস্টের। তবে গত ম্যাচে ব্রাউন, মেথাদের গোলে ফেরা ও সুহের, মাখোডা, সিলাদের অভিজ্ঞতাদের  উপর ভরসা রাখছেন নর্থইস্ট কোচ। তবে পূর্ণ শক্তি দিয়ে ঝাপিয়ে এটিকে মোহন বাগানের বিরুদ্ধে ৩ পয়েন্ট ঘরে তুলতে চাইছে জেরার্ড নাসের দল।

ম্যাচ প্রেডিকশন-
মরসুমের শুরু থেকেই ছন্দে রয়েছে এটিকে মোহনবাগান। মাঝে কয়েকটি ম্য়াচ বা দিলে ধারাবাহিকতা বজায় রেখেছে লোপেজ হাবাসের দল। অপরদিকে, মরসুমে এখনও পর্যন্ত নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেনি নর্থইস্ট ইউনাইটেড। দলগত শক্তির বিচারেও এগিয়ে সবুজ-মেরুণ ব্রিগেড। তাই আজকের ম্যাচে এটিকে মোহনবাগানকেই এগিয়ে রাখছে ফুটবল বিশেষজ্ঞরা।

Share this article
click me!

Latest Videos

ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
মহারাষ্ট্র কাঁপালেন শুভেন্দু! সনাতনীদের এক হওয়ার নির্দেশ রাজ্য সভাপতির | Suvendu Adhikari News Today
একাই ১০০! মহারাষ্ট্রে ভোটের খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু! যা বলে দিলেন... | Suvendu Adhikari
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News