Match Predicion- আইএসএল সেমিতে জয়ের লক্ষ্যে এটিকে মোহনবাগান, অঘটন ঘটাতে প্রস্তুত নর্থইস্ট

  • আজ আইএসএসএলের দ্বিতীয় সেমি ফাইনাল
  • এটিকে মোহনবাগানের মুখোমুখি নর্থইস্ট ইউনাইটেড
  • জয়ের বিষয়ে আত্মবিশ্বাসা অ্যান্টোনিও লোপেজ হাবাসের দল
  • অঘটন ঘটাতে প্রস্তুত খালেদে জামিলের হাইল্যান্ডার্সরা
     

আজ আইএসএলের দ্বিতীয় সেমি ফাইনালে প্রথম লেগে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান ও নর্থ ইস্টউইনাইটেড। শেষ  ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে হেরে হাত ছাড়া হয়েছে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র। তবে সেসব নিয়ে না ভেবে সেমি ফাইনালে প্রথম লিগ জিততে মরিয়া অ্যান্টোনিও লোপেজ হাবাসের দল। অপরদিকে, লড়াই দেওয়ার জন্য প্রস্তুত ভারতীয় কোচ খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেডও। হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমিরা।

দলগত শক্তিই ভরসা এটিকে মোহনবাগানের-
মরসুমের প্রথম থেকেই দুরন্ত ছন্দে ছিল এটিকে মোহনবাগান। কিন্তু শেষ দুই ম্যাচে কিছুটা হলেও ছন্দ পতন হয়েছে সবুজ-মেরুণ ব্রিগেডের। শেষ ম্য়াচে মুম্বইয়ের বিরুদ্ধে হেরে দ্বিতীয় দল হিসেবে সেমির টিকিট পেয়েছে লোপেজ হাবাসের দল। লিগ চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়নস লিগ হাতছাড়া হলেও, এখন রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, মার্সেলিনহোদের এখন একমাত্র লক্ষ্য আইএসএল সেমি ফাইনাল। তবে নর্থ ইস্টের বিরুদ্ধে চোটের কারমে সন্দেশ ঝিঙ্গানকে পাচ্ছেন মোহন বাগান। যা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন বাগান কোচ। তবে নিজেদের সেরাটা দিয়ে ফাইনালের লক্ষ্যে আরও এক পা এগোনের বিষয়ে আত্মবিশ্বাসী এটিকে মোহন বাগান।

Latest Videos

জামিল মগজাস্ত্রই বাগান বধের মন্ত্র-
অপরদিকে,তৃতীয় দল হিসেবে আইএসএলের টিকিট পেয়েছে নর্থইস্ট ইউনাইটেড। বিদেশি কোচেদের বিরুদ্ধে একামাত্র উজ্জ্বল কলকাতার দুই প্রধানে কোচিং করিয়ে যাওয়া খালেদ জামিল। লিগের মাঝপথে দলের দায়িত্ব নিয়ে পুরো দলটারই ভোল পাল্টে দিয়েছেন তিনি।  পুরোনো দলের বিরুদ্ধে জয় পেতে মরিয়া হয়ে রয়েছে নর্থইস্ট কোচও। মাচাডো, গালাগোদের সঙ্গে দলে কিছুদিন আগে যোগ দেওয়া ব্রাউন এর ত্রিমুখী  আক্রমণের উপর ভরসা করেই মোহনবাগান বধের ছক কষছেন খালেদ জামিল।  এছাড়া সুহের, কামেরা, লালেনমাওয়াদের দুরন্ত ফর্ম আস্বস্ত করেছে নর্থ ইস্ট কোচকে। ফলে আজ অঘটন ঘটাতে প্রস্তিত পাহাড়ি দল।

ম্যাচ প্রেডিকশন-
দলগত শক্তির বিচারে মরসুমের প্রথম থেকেই খুবই শক্তিশালী দল এটিকে মোহন বাগান। শেষ দুই ম্য়াচে জয় অধরা রয়েছে সবুদ মেরুণ ব্রিগেডের। ইপরদিকে মরসুমের শুরুর দিকে ছন্দ ওঠা-নামা করলেও, খালেদ জামিল দায়িত্ব নেওয়ার পর থেকে দুরন্ত ছন্দে রয়েছে নর্থইস্ট। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন আজকের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। যেই দল প্রথম গোল করবে তাদেরকেই এগিয়ে রাখছেন ফুটবল বিশেষজ্ঞরা।
 

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News