এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি দ্বৈরথ, ম্যাচের আগে জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

Published : Dec 07, 2020, 02:25 PM ISTUpdated : Dec 07, 2020, 05:57 PM IST
এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি দ্বৈরথ, ম্যাচের আগে জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

সংক্ষিপ্ত

আইএসএলের চতুর্থ ম্যাচে মাঠে নামছে এটিকে মোহনবাগান টানা তিন ম্যাচে জিতে দুরন্ত ছন্দে রয়েছে লোপেজ হাবাসের দল অপরদিকে প্রতিযোগিতায় প্রথম জয়ের খোঁজে জামশেদপুর এফসি আরও একটি টানটান ফুটবল ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমিরা  

আজ জামশেদপুর বধের লক্ষ্যে আইএসএলের চতুর্থ ম্যাচে মাঠে নামছে এটিকে মোহনবাগান। পরপর তিন ম্যাচে জিতে দুরন্তভাবে আইএসএল অভিযান শুরু করেছে অ্যান্টোনিও লোপেজ হাবাসের দল। আজ  জিততে পারলেই ফের লিগ টেবিলের শীর্ষে পৌছে যাবে সবুজ-মেরুন ব্রিগেড। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস নয়, নতুন ম্যাচে ভালো ফুটবল খেলে তিন পয়েন্ট ঘরে তোলাই লক্ষ্য বাগানের স্প্যানিশ কোচের। ম্যাচের আগে দেখে নেওয়া যাক এটিকে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ।

তিনটি ম্যাচ খেলেও এখনও জয় অধরা জামশেদপুর এফসি।  ২টি ম্যাচ ড্র ও একটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে ওয়েন কোয়েলের দলকে। তবে আজ জয়ে ফিরতে মরিয়া জামশেপুর এফসি। দলগত ফুটবল খেলেই হাবাসের বিজয় রথ আটকাতে চাইছেন জামশেদপুর এফসির কোচ। প্রতি ম্যাচে গোল করেছে জামশেদপুর, দুরন্ত ছন্দে রয়েছেন দলের স্ট্রাইকার নেরিউস ভাল্সকিস। তবে রক্ষণের দুর্বলতার কারনে জয় অধরা থেকে গিয়েছে। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে দেখে নেওয়া যাক জামশেদপুর এফসির সম্ভাব্য একাদশ।

ফলে আজ গোয়ার তিলক ময়দানে টান ফুটল দেখার অপেক্ষায় ফুটবল প্রেমিরা। একইসঙ্গে প্রতিযোগিতার এখনও পর্যন্ত দুই প্রধান স্ট্রাইকার রয় কৃষ্ণা ও নেরিউস ভাল্সকিসের দ্বৈরথ দেখার অপেক্ষায় সকলেই।

PREV
click me!

Recommended Stories

Messi in Kolkata: যুবভারতীকাণ্ডে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগরের সিপি-কে শো কজ! সাসপেন্ড ডিসি
যুবভারতীতে গোলমালের যাবতীয় দায় লিওনেল মেসির! এ কী দাবি সুনীল গাভাসকরের