রেফারিং নিয়ে বেজায় চটেছে লাল-হলুদ কর্তৃপক্ষ, ফেডারেশন ও এফএসডিএলকে চিঠি

Published : Jan 08, 2021, 12:13 PM IST
রেফারিং নিয়ে বেজায় চটেছে লাল-হলুদ কর্তৃপক্ষ, ফেডারেশন ও এফএসডিএলকে চিঠি

সংক্ষিপ্ত

গোয়া ম্যাচে ড্যানি ফক্সের রেড কার্ড হলুদ কার্ড দেখেন কোচ রবি ফাউলারও রেফারিং নিয়ে বেজায় ক্ষুব্ধ এসসি ইস্টবেঙ্গল ফেডারেশন ও এফএসডিএলকে চিঠি দিল কর্তারা  

আইএসএলে শুরু থেকেই রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কিন্তু গোয়া ম্যাচে ড্যানি ফক্সের রেডকার্ড ও কোচ রবি ফাউলারের হলুদ কার্ড দেখা নিয়ে বেজায় চটেছে লাল-হলুদ কর্তৃপক্ষ। রেফারিং নিয়ে ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি ড্যানি ফক্সকে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলানোর জন্য ফেডারেশনের দ্বারস্থ হল এসসি ইস্টবেঙ্গল। শুধু ফেডারেশন নয়, এফএসডিএলকেও চিঠি লিখেছে লাল-হলুদ শিবির।

গোয়ার বিরুদ্ধে ম্যাচের রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন রবি ফাউলার। বলেছিলেন,'ড্যানি ও গোয়ার আলেকজান্ডার দু’জনেই বলের জন্য ঝাঁপিয়েছিল। কেন ড্যানিকে লাল কার্ড দেখালেন রেফারি, বুঝলাম না।' ইস্টবেঙ্গলকে ১২ জনের বিরুদ্ধে খেলতে হচ্ছে বলেও অভিযোগ করেন রবি ফাউলার।  লাল-হলুদ কোচ নিজেও হলুদ কার্ড দেখায় বেঙ্গালুরুর বিরুদ্ধে বসতে পারবেন না রিজার্ভ বেঞ্চে। এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এফএসডিএল ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে রেফারির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দেওয়া চিঠিতে ড্যানি ও ফাওলারের নির্বাসন প্রত্যাহারের দাবিও তোলা হয়েছে।

রেফারিং নিয়ে সমস্যা, ফেডারেশনকে চিঠি এই সকল বিষয়গুলি বাদ দিলে, বেঙ্গালুরু ম্যাচের আগে লাল-হলুদের নতুন বিদেশী ব্রাইট এনোবাখারেকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে ইস্টবেঙ্গল সমর্থকরা। গোয়ার বিরুদ্ধে ব্রাইটের ৪ জনকে কাটিয়ে গোল আইএসএলের এযাবৎ সেরা বলেও অনেকেই মনে করছেন। ব্রাইটের পাশাপাশি গোলরক্ষক দেবিজিতের প্রশংসাতেও পঞ্চমুখ সকলে। বেঙ্গালুরু ম্যাচে জয়ের আশা করছেন সমর্থকরা। 

PREV
click me!

Recommended Stories

Messi in Kolkata: ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ! স্টেডিয়ামের ভিতরে ঘটে যাওয়া ঘটনার দায় নিতে নারাজ শতদ্রু
Messi in Mumbai: রবির মুম্বইতে মেসি ম্যাজিক! রাজপুত্রর থেকে ফুটবল প্রশিক্ষণ খুদেদের, দেখা হবে সচিন-ধোনি-রোহিত-সুনীলের সঙ্গে?