এবার জংলী শুকরের মাংসে 'ভুরিভোজ', ডুয়ার্সের জঙ্গলে বিপন্ন বন্যপ্রাণ

  • বাইসনের পর এবার জংলী শুকর
  • ফের বন্য়জন্তুর মাংসে ভুরিভোজ
  • হাতেনাতে ধরা পড়ল এক ব্যক্তি
  • ডুয়ার্সে জঙ্গলে বিপন্ন বন্যপ্রাণ
     

উত্তমা সরকার, জলপাইগুড়ি: ডুয়ার্সের জঙ্গলে বিপদ বাড়ছে বন্য়জন্তুদের। বাইসনের পর এবার জংলী শুকরের মাংসে ভুরিভোজ! এক ব্যক্তিকে আটক করেছে বনদপ্তর। উদ্ধার হল রান্না করা মাংস, এমনকী হাজার দশেক টাকা মূল্যের বেআইনি শাল কাঠও। ঘটনাস্থল জলপাইগুড়ির মেটেলি ব্লক।

আরও পড়ুন: বাড়িতে ঢুকে পড়ল কিং কোবরা, বরাতজোরে রক্ষা পেলেন গৃহস্থ

Latest Videos

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার মেটেলি ব্লকেপ কিলকোট চা বাগানের কুঞ্জ লাইন এলাকায় অভিযান চালান গরুমারা অভয়ারণ্যের ডিএফও জন্মেঞ্জয় পাল। তাঁর সঙ্গে ছিলেন বন দপ্তরের চালসা রেঞ্জ, গরুমারা নর্থ রেঞ্জ ও খুনিয়া রেঞ্জের আধিকারিকরা ও মেটেলি থানার পুলিশকর্তারাও। তখন ওই জংলী শুকর মেরে মাংসা রান্না করছিলেন বেশ কয়েকজন। বাকি পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়ে যায় একজন। ঘটনাস্থল থেকে জংলী শুকরের কাঁচা ও রান্না করা মাংস ও শাল কাঠ বাজেয়াপ্ত করা হয়। মাংস ও কাঠ-সহ ধৃতকে আনা চালসায়, গরুমারা নর্থ রেঞ্জের অফিসে।  বন্যপ্রাণী হত্যার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গরুমারা অভয়ারণ্যের রেঞ্জার জন্মেজয় পাল। 

আরও পড়ুন: বিকট আওয়াজ!জেলাশাসকের দফতরে আগুন আতঙ্ক

উল্লেখ্য, দিন কয়েক আগে এই গরুমারা অভয়ারণ্যে লাগোয়া জলপাইগুড়ির মেটেলি ব্লকেরই টিলাবাড়ি এলাকায় বাইসন মেরে মাংস খায় স্থানীয় বাসিন্দারা। সেবারও গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বনদপ্তর। বাইসনের শিং, মাংস ও ধারালো অস্ত্র-সহ ধরা পড়ে এক অভিযুক্ত। এখনও পর্যন্ত বাকিদের সন্ধান মেলেনি। 

Share this article
click me!

Latest Videos

ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today