বন থেকে বেরিয়ে গ্রামে মদ্যপান হাতির, এলাকা জুড়ে হুলুস্থুল

  • গ্রামবাসীদের মজুত রাখা মহুল খেলো হাতি 
  • ঝাড়গ্রামের নয়াগ্রামে ফের জঙ্গল থেকে লোকালয়ে হাতি
  • মত্ত হাতি কয়েকঘন্টা ধরে ঘুরলো বাজারে
  • মত্ত হাতিকে দীর্ঘক্ষণ উত্তেজিত করে উল্লাস স্থানীয়দের
Sahajahan Ali | Published : Jan 4, 2020 5:23 AM IST / Updated: Jan 04 2020, 08:21 PM IST

খাবারের খোঁজে একটি দাঁতাল শুক্রবার ঢুকে পড়েছিল জঙ্গলের পাশে গ্রামে ৷ গ্রামের এক বাসিন্দার বাড়িতে মজুত করা ছিল চোলাই তৈরীর জন্য মহুল ৷ হাতিটি সেই মজুত মহুল খেয়ে ফেলে ৷ এরপরই শুরু হয় তান্ডব ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত খড়িকামাথানিতে ৷ 

মহুল খেয়ে মত্ত হাতিটি ইতিউতি ঘুরতে থাকে ৷ গ্রামের প্রান্তে কিছুক্ষণ কাটিয়ে গ্রামের বাজারে প্রবেশ করে ৷ বিকেলে বাজারে থাকা লোকজন বিশাল দাঁতাল হাতিকে দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন ৷ কিন্তু হাতিটি কাউকে কিছু না বলে সোজা চলতে শুরু করলে স্থানীয় কৌতুহলিদের মজা মসকরা শুরু হয় ৷ তারা হাতিটিকে খোঁচা দিতে থাকে ৷ মুহুর্তে বাজারের ওপরে হাতিকে দেখতে কয়েকশ কৌতুহলি মানুষ হাতির পেছনে দৌড়তে থাকে ৷

Latest Videos

হাতিটি মত্ত হয়ে থাকলেও রাস্তার ওপরে দাঁড়ানো বাস,যানবাহন, দোকানে কোনওরকম ক্ষতি করেনি ৷ হাতিটি যতখানি লোকালয় থেকে বের হওয়ার চেষ্টা করছিল , স্থানীয়রা ততখানি তাকে উত্তেজিত করার চেষ্টা করেছে ৷ অনেকেই হাতির লেজের চুল ছেঁড়ার চেষ্টা করেছে ৷ কেউ ঢিল, কেউবা পাথর ছুঁড়ে হাতিকে বিরক্ত করে মজা নেওয়ার চেষ্টা করেছে ৷ ঘটনার খবর পেয়ে বনকর্মীরা অনেক পরে জঙ্গলে ঢোকাতে সক্ষম হয়েছেন ৷ তবে কয়েক ঘন্টা ধরে জঙ্গলের বাইরে হাতিকে এভাবে উত্ত্যক্ত করলেও কারও কোনও ক্ষতি করেনি হাতিটি ৷ তবে এই ঘটনায় উদ্বেগে বনদফতর ৷

বনকর্মীরা জানিয়েছেন, স্থানীয়রা অনেকে হাতির লেজের চুল ছেঁড়ার চেষ্টা করেছিলেন ৷ তাদের ধারনা হাতির লেজের চুল থেকে তাবিজ বানিয়ে ব্যাবহার করলে অনেক উপকার রয়েছে ৷ এই কান্ড বিপজ্জনক কিছু ঘটাতে পারতো ৷  খড়্গপুর ডিভিশনের ডিএফও অরুপ মুখার্জী বলেন- হাতিটিকে যেভাবে উত্ত্যক্ত করা হয়েছে তা খুবই বিপজ্জনক ছিল,এটা আত্মহত্যার সামিল৷ যে কোনও মুহুর্তে যে কোনও কিছু ঘটতে পারতো ৷ গ্রামবাসীদের অনুরোধ তাঁরা এভাবে হাতিকে না উত্তেজিত করে দুর্ঘটনা ঘটাতে বাধ্য না করেন ৷  

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari