বোন রক্ষা পেলেও ভাইকে আর বাঁচানো গেল না। মকরসংক্রান্তি উপলক্ষ্যে স্নান করতে গিয়ে সুর্বণরেখা নদীতে তলিয়ে গেল ৯ বছরের এক বালক। বুধবার সকালে দুর্ঘটনা ঘটল ঝাড়গ্রামে।
আরও পড়ুন: প্লাস্টিকে মুখ ঢুকিয়ে টিকটক, বেঘোরে প্রাণ গেল কিশোরের
মৃতের নাম সুমন মাহাত। ঝাড়গ্রামেরই মানিকপাড়ার বালিভাসা এলাকায় থাকে সে। বুধবার সকালে বাবার সঙ্গে ঝাড়গ্রামের রামেশ্বর মন্দিরে বেরিয়ে আসে সুমন। সঙ্গে ছিল তার পিসতুতো বোন ইন্দ্রাণীও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মন্দিরে পুজো দেওয়ার পর সুবর্ণরেখা নদীতে স্নান করতে নামে ভাই-বোন। নদীতে তলিয়ে যায় দু'জনেই। ঘটনাটি নজরে পড়ে যায় সুমনের বাবা-র। তাঁর চিৎকারেও স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। বরাতজোরে রক্ষা পেয়ে যায় ইন্দ্রাণী। কোনওমতে তাকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু সুমনের আর নাগাল পাওয়া যায়নি। নদী গর্ভে তলিয়ে যায় সে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুুন: ভোর থেকেই সাগরসঙ্গমে ভিড় , স্নান করলেন ৩৫ লক্ষের বেশি পুণ্যার্থী
এদিকে খবর পাওয়ামাত্র ঝাড়গ্রামে রামেশ্বর মন্দির লাগোয়া এলাকায় হাজির হয় সাঁকরাইল থানার পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। নদীতে নামানো হয় ডুবুরি। কিন্তু ওই কিশোরের খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে।