শ্বশুরবাড়িতে 'বেকার' যুবকের রহস্যমৃত্যু, স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ

Published : Apr 20, 2020, 12:53 PM IST
শ্বশুরবাড়িতে 'বেকার' যুবকের রহস্যমৃত্যু, স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ

সংক্ষিপ্ত

  শ্বশুরবাড়িতে যুবকের রহস্যমৃত্যু স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ঝাড়গ্রামের ঘটনা  

স্ত্রীর হাতেই কি খুন হয়ে গেলেন? গভীর রাতে রক্তাক্ত অবস্থায় যুবককে আনা হয় হাসপাতালে। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ, শ্যালক পলাতক। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে।

আরও পড়ুন: 'ধর্ষণ করে খুন', তিনদিন পর মৃতার দেহ শনাক্ত করলেন পরিবারের লোকেরা

মৃতের নাম গোপাল পৈড়া। বাড়ি, ঝাড়গ্রাম শহরের কেশবডিহি এলাকায়। স্থায়ী কোনও রোজগার ছিল না তাঁর। যখন যেমন কাজ পেতেন, তাই করতেন গোপাল। পুলিশ জানিয়েছে, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ফের বিয়ে করেন ওই যুবক। দ্বিতীয় স্ত্রী টুসুরানী বৃন্দানীকে নিয়ে কখনও থাকতেন ঝাড়গ্রামে নিজের বাড়িতে, তো কখনও গোপীবল্লভপুরে, শ্বশুরবাড়িতে। প্রায় একমাস যাবৎ গোপীবল্লভপুরের চুনাঘাটি গ্রামেই ছিলেন গোপাল।

আরও পড়ুন: স্নান করতে নেমে ঘটল বিপর্যয়, হুগলি নদীতে তলিয়ে দুই শিশু

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে রক্তাক্ত অবস্থায় গোপালকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্ত্রী টুসুরানী ও মেজো শ্যালক নন্দলাল। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের মাথা ও কাঁধের ধারালো অস্ত্রের একাধিক ক্ষত ছিল। পরিবারের লোকেদের অভিযোগ, শ্বশুরবাড়িতে গোপালকে কুপিয়ে খুন করেছে তাঁর স্ত্রীই। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মেজো শ্যালক পলাতক।  পুরনো কোনও আক্রোশ নাকি অন্য কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

PREV
click me!

Recommended Stories

ভোটের আগে ফের বেফাঁস মন্তব্যে বিতর্কে তৃণমূল সভাপতি, বিরোধীদের কড়া হুঁশিয়ারি
Adhir Ranjan Chowdhury: 'মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৃণমূল পার্টির ক্রিয়েশন', বিস্ফোরক মন্তব্য অধীরের