বাঙালির শ্রেষ্ঠ উৎসবের তোড়জোড় এখন জোড়কদমে, এমনই পরিকল্পনায় ৬৬ পল্লী

  • ৬৯ তম বর্ষে পদার্পণ করতে চলেছে ৬৬ পল্লী
  • এবছর তাদের ভাবনা 'উৎসব'
  • প্রদীপের নীচে থাকা মানুষগুলিকে নিয়েই সাজবে তাদের মণ্ডপ
  • গতবছর তাদের প্যান্ডেলের থিম ছিল 'বয়নের চালচিত্র'
     

'বছর ঘুরে মা যে আবার এল ফিরে' এই বার্তার সঙ্গেই দুর্গা পুজোর আয়োজন শুরু করেছে বিভিন্ন পুজো কমিটিগুলি। ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় বাঁশ পড়ার শব্দ শুরু হয়ে গিয়েছে। আর পুজোটা যদি কলকাতার হয় তাহলে তো কোনও কথাই নেই। তার ওপর আবার থিম পুজোর দৌড়ে কলকাতা তো একেবারেই শীর্ষে। আর তার মধ্যে সেরার লড়াইয়ে এগিয়ে থাকতে প্রস্তুতি নিচ্ছে ক্লাবগুলি। সেই মতই এবছরে আবার এক নতুন থিমে তাদের মণ্ডপ সজ্জিত করতে চলেছে ৬৬ পল্লী। 

৬৮ পেরিয়ে এবার ৬৯-এ পা দিল এই ক্লাব। অন্যান্য বছরের মত এবছরেও নতুনত্ব থিমে সেজে উঠবে তাদের পুজোমণ্ডপ। এবার তাদের নতুন ভাবনা 'উৎসব'। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। উৎসব আনন্দে মুখরিত করে সকলকে। তবে এই উৎসবের পিছনে থাকে অনেকের অক্লান্ত পরিশ্রম। প্যান্ডেলের লোক থেকে শুরু করে পুরোহিত। ঢাকি থেকে পটুয়া। সকলকেই দুমুঠো ভাতের যোগান দেয় এই উৎসব। এরকমই প্রদীপের নীচে থাকা মানুষগুলিকে নিয়েই তাদের এই চিন্তা ভাবনা। শিল্পী অনিমেষ দাসের ভাবনায় এমনই উৎসবের চিত্র উঠে আসতে চলেছে ৬৬ পল্লীর পুজোমণ্ডপে। আট থেকে আশির সেরা পার্বণকে যারা নিজেদের অক্লান্ত পরিশ্রম দিয়ে পৌঁছে দিয়েছেন আন্তর্জাতিক মানচিত্রের শ্রেষ্ঠ উৎসবের তালিকায় তাদের কুর্নিশ করাই এবারের লক্ষ্য এই ক্লাবের।  

Latest Videos

গতবছরেও এক অভিনব থিম দর্শনার্থীদের উপহার দিয়েছিল । গতবছর তাদের থিম ছিল 'বয়নের চালচিত্র'। বাংলার তাঁত শিল্পের অসাধারন দৃশ্য ফুটে উঠেছিল তাদের প্যান্ডেলে। তবে এবার চমকটা ঠিক অন্যরকম।  ৬৬ পল্লীর উৎসবে মাতবে সকলে। এই উৎসবের আনন্দ নিতে গেলে অপেক্ষার আর মাত্র কয়েকদিন। 


 

Share this article
click me!

Latest Videos

বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News