সাবেকি দুর্গা প্রতিমা নয় বরং দেবীর 'জলদা' রূপেরই আরাধনায় লেক টাউন প্রগতিপল্লী অধিবাসীবৃন্দ

  • ১৭ তম বর্ষে পদার্পণ করতে চলেছে লেক টাউন প্রগতিপল্লী অধিবাসীবৃন্দ
  • এবছর তাদের ভাবনা 'সন্ধানে'
  •  পানীয় জলের সংকট দূর করতে মানব সচেতনতা নিয়েই তৈরি এবারের প্যান্ডেল
  • গতবছরেও এরকমই এক অভনব থিমে নিজেদের মণ্ডপ সাজিয়েছিলেন তারা

বছর ঘুরে আবার নিজের বাপের বাড়ি ফিরছেন মা দুর্গা। আর তার আগেই ক্লাবগুলিতে শুরু হয়ে গিয়েছে সাজো সাজো রব। সেরার লড়াইয়ে কোন প্যান্ডেল এগিয়ে থাকবে এবং দর্শনার্থীদের বেশি মন কাড়বে সে চিন্তায় ব্যাস্ত সমস্ত পুজো কমিটিগুলিই। তবে সে দিকে একেবারেই কোনও মাথা ব্যাথা নেই মুদিয়ালি ক্লাবের। সেরার লড়াই নয় বরং নিজেদের প্রতিভার দিয়েই আনন্দ দিতে চায় দর্শনার্থীদের। তাই আবারও একটি নতুন চিন্তাভাবনা নিয়ে আসতে চলেছে সকলের পরিচিত লেক টাউন প্রগতিপল্লী অধিবাসীবৃন্দ । 

এবছর ১৭ তম বর্ষে পা দিতে চলেছে লেক টাউন প্রগতিপল্লী অধিবাসীবৃন্দ। প্রতি বছরেই নিত্য নতুন থিমের মাধ্যমে চমক দিয়ে এসেছে এই ক্লাব। তাই এবারও অন্যথা হয়নি তার। তাদের এবছরের পুজোর মূল থিম হল 'সন্ধানে'। পানীয় জলের সংকটে ভুগছে বিশ্ব। পৃথিবীর ৩ ভাগ জল থাকা সত্ত্বেও বিশুদ্ধ জলের অভাব দেখা যাচ্ছে। তাই সেই পানীয় জলের কষ্টের সমাধানের জন্য এবার মা দুর্গার 'জলদা' রূপের আরাধনায় মাতবে লেক টাউন প্রগতিপল্লী অধিবাসীবৃন্দ। শুধু তাই তাই নয় মা দুর্গা 'বরোদা' অর্থাৎ বরদাত্রী রূপেও বিরাজমান হবেন এই ক্লাবে। দেবীর এই অপূর্ব রূপ দেখতে গেলে অবশ্যই আসতে হবে লেক টাউন প্রগতিপল্লী অধিবাসীবৃন্দ। 

Latest Videos

গতবছরেও এমন এক অসাধারন থিমের মাধ্যমে দর্শনার্থীদের নজর কেড়েছিল এই ক্লাব। তাই এবছর কি নিজেদের ক্রমধারা বজায় রাখবে লেক টাউন প্রগতিপল্লী অধিবাসীবৃন্দ সে জানতে হলে অপেক্ষায় থাকতে হবে আর কয়েকটা দিন। 

এই ক্লাবের ঠিকানা হল পি-৩৪, প্রগতিপল্লী, লেক টাউন, কলকাতা, ৭০০০৮৯। 

Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech