অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার হওয়া টাকার অঙ্ক ২১ কোটি! মিলেছে ৫০ লক্ষ টাকার গয়না, আর কি জানাল ইডি

Published : Jul 23, 2022, 08:37 AM ISTUpdated : Jul 23, 2022, 08:42 AM IST
অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার হওয়া টাকার অঙ্ক ২১ কোটি! মিলেছে ৫০ লক্ষ টাকার গয়না, আর কি জানাল ইডি

সংক্ষিপ্ত

সারা বাংলাকে চমকে দিয়েছিল শুক্রবার রাতে উদ্ধার হওয়া ২০ কোটি টাকার রোমাঞ্চকর কাহিনি। শনিবার সকালে ইডি দিল আরও চাঞ্চল্যকর তথ্য। যা শুনে সকলেই হা হয়ে যেতে পারেন।   

পার্থ চট্টোপাধ্য়ায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়ার টাকার অঙ্ক পৌঁছাল ২১কোটি-তে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের একটি সূত্রে এমনই দাবি করা হয়েছে। শুক্রবার রাতেই ২০ কোটি টাকা উদ্ধারের কথা প্রথমে টুইট করে এবং পরে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল ইডি। তবে, অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়িতে থাকা ইডি-র আধিকারিকরা বারবারই ইঙ্গিত দিয়েছিলেন যে উদ্ধার হওয়া অর্থ ২০ কোটির অঙ্ক ছাড়িয়ে যাবে। কারণ, টাকা উদ্ধারের পর ৩টি টাকা গোনার মেশিন আনা হয়েছিল। গভীররাতে আরও খান কতক টাকা গোনার মেশিন এবং অসংখ্য ব্যাঙ্ক কর্মীকে নিয়ে আসা হয়েছিল। শনিবার সকালে ইডি-র সূত্রে পাওয়া খবরে অর্পিতার ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত ৫০ লক্ষ টাকার গয়না উদ্ধার করা হয়েছে। 
 

PREV
click me!

Recommended Stories

পথ সুরক্ষায় কলকাতা পুলিশের উদ্যোগ, 'সেফ ড্রাইভ সেভ লাইফ' ম্যারাথনের আয়োজন
ভোটের আগে দলবদল করছেন শীতল-হিরণ? প্রধানমন্ত্রীর সফরের মাঝেই অকপট দিলীপ ঘোষ