টিপ অফ দ্য আইসবার্গ- এতদিন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই কথাটি বারবার বলে আসছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা একটা সময়ের দোর্দন্ড প্রতাপ সিবিআই আধিকারিক উপেন বিশ্বাস। শুক্রবার পার্থ চট্টোপাধ্য়ায়ের বান্ধবী-র বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধারের পর এবার বিরোধী দলের নেতারাও বলতে শুরু করেছে এই শব্দটি।
শুক্রবার সকাল ৬.৩০টায় পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়়িতে ঢুকেছিল ইডি। শনিবার সকাল ৮টা পর্যন্ত শেষ পাওয়া খবরে তখনও নাকতলায় পার্থ বাড়িতে রয়ে গিয়েছেন ইডি-র কয়েক জন আধিকারিক। রাতভর তাঁরা পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়িতে পাওয়া যাবতীয় নথি পরীক্ষা-নিরিক্ষা করে গিয়েছে। আর এর মাঝে মাঝে-ই তারা জিজ্ঞাসাবাদ করেছে পার্থ চট্টোপাধ্য়ায়কে। মমতা বন্দ্যোধ্যায়ের মন্ত্রিসভায় সেকেন্ড ইন কমান্ড পার্থ চট্টোপাধ্যায়। বিগত সরকারে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বও সামলিয়েছিলেন।