উদ্বেগে রাখছে উর্ধমুখী গ্রাফ, একদিনে রাজ্য়ে আক্রান্ত ৩,০৬৬ জন

  • উদ্বেগে রাখছে করোনা আক্রান্তের সংখ্যা
  •  রাজ্য়ে প্রতিদিনই প্রায় উর্ধমুখী গ্রাফ করোনার
  •  একদিনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার
  •  গত ২৪ ঘন্টায় রাজ্য়ে মৃত্যু হয়েছে ৫১ জনের

Asianet News Bangla | Published : Aug 17, 2020 2:03 AM IST

উদ্বেগে রাখছে আক্রান্তের সংখ্যা। রাজ্য়ে প্রতিদিনই প্রায় উর্ধমুখী গ্রাফ করোনার। স্বাস্থ্য় দফতরের বুলেটিন বলছে, সামান্য় কমেছে মৃতের সংখ্যা। যদিও একদিনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার। গত ২৪ ঘন্টায় রাজ্য়ে মৃত্যু হয়েছে ৫১ জনের৷ শনিবার যেই সংখ্যাটা ছিল ৫৮ জনে৷ পরিসংখ্য়ান বলছে সব মিলিয়ে এখন রাজ্য়ে মৃতের সংখ্যা ২,৪২৮ জন। 

রাজ্য়ের করোনা বুলেটিনের তথ্য় অনুযায়ী, গত একদিনে রাজ্য়ে আক্রান্ত হয়েছেন ৩,০৬৬ জন৷ শনিবার যা ছিল ৩,০৭৪ জন৷ এখনও পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,১৬,৪৯৮ জন৷ পশ্চিমবঙ্গে এখন অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ২৭,২৯৯ জন৷ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,৯৩৫ জন৷  রাজ্য়ে সব মিলিয়ে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৮৬,৭৭১ জন৷

তবে আশার বিষয়, বর্তমানে রাজ্য়ে সুস্থ হয়ে ওঠার হার বেড়ে দাড়িয়েছে ৭৪.৪৮ শতাংশ৷  আগে যা ছিল ৭৩.৯১ শতাংশ৷ শুক্রবার ছিল ৭৩.৫৭ শতাংশ৷ এদিন অবশ্য় টেস্টের সংখ্যা কমেছে বাংলায়। একদিনে রাজ্য়ে টেস্ট হয়েছে ৩২,২৮৬ টি৷ শনিবার এই সংখ্যাটা ছিল ৩৪ ,২১৪ টি৷ এখনও পর্যন্ত রাজ্য়ে  করোনা টেস্ট হয়েছে ১৩, ১৪, ৭৭২জনের৷ কেন্দ্রীয় সরকার অবশ্য় বার বার এই টেস্টের সংখ্য়া ডবলের পর্যায়ে নিয়ে যেতে বলছে। 

এদিকে রাজ্য়ে যে ৫১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতারই রয়েছে ১৩ জন৷ পিছিয়ে নেই  উত্তর ২৪ পরগনাও। সেখানে একদিনে মৃতের সংখ্যা ১০ জন৷ পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় মারা গিয়েছেন ৪ জন৷ এছাড়াও  হাওড়ায় ৯ জন, হুগলিতে ১ জন, পূর্ব বর্ধমানে ২ জন মারা গিয়েছেন সংক্রমণে।  পূর্ব মেদিনীপুর থেকে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩ জন৷ অন্য়দিকে, নদিয়ায় ,মালদায় এদিন করোনা নিয়ে মারা গিয়েছেন ১ জন৷  জলপাইগুড়ি ২ জন ও দার্জিলিংয়ে ৫ জন৷ 

Share this article
click me!