দেশের আর কোথাও দেখা যায় না এই জাগ্রত পঞ্চমুখী শিবের মূর্তি

  • প্রবাদ রয়েছে, এখান থেকে কেউ ব্যর্থ মনোরথে ফিরে যান না
  • এখানে শিব জাগ্রত, তাই দূরদূরান্ত থেকে মানুষ এখানে আসে
  • পুরুলিয়ার এই পঞ্চমুখী ধামের শিবলিঙ্গ গোটা দেশে আর দেখা যায় না
  • পাথরের তৈরি এই শিবমন্দির তৈরি হয়েছিল সেন বা  পাল যুগে 

বিশ্বাস অবিশ্বাস থেকে বহুদূরে এখানকার মানুষ এখানকার গ্রাম আর, এখানকার মন্দির  এখানে শিব শুধু পাথরের নয়, জাগ্রত প্রবাদ, তিনি জেগে থেকে মানুষের কথা শোনেন তাই দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এখানে কেউ মানত করতে কেউ -বা শুধুই মনের কথা খুলে বলতে আর যাঁরা আসেন, কেউই নাকি ব্য়র্থ মনোরথে ফিরে যান না

প্রত্নতত্ত্ববিদরা বলছেন, বাংলায় পাল বা সেনযুগের এই মন্দিরটি তৈরি হয়েছিল গোটা ভারতে এমন পঞ্চমুখী শিবমন্দিরের কোনও অস্তিত্ত্ব আছে কিনা সন্দেহ

Latest Videos

কোথায় জানেন এই মন্দির?

রাঙামাটির দেশ পুরুলিয়ায় রয়েছে এই মন্দির সেখানে বাবা পঞ্চমুখীর মন্দিরে আজও পুণ্য়ার্থীর দল ভিড় করে  এই তো ক-দিন আগে, শিবরাত্রির দিন দূরদূরান্ত থেকে মানুষ এল এখানে, বাবার মাথায় জল ঢালবে বলে এই পঞ্চমুখী শিবের মূর্তিও কিন্তু বিরল প্রত্নতত্ত্ববিদরা মনে করেন, গোটা দেশের মধ্য়েই বিরল এই মূর্তি মনে করা হয়, দেশের মধ্য়ে আর কোথাও এই ধরনের স্বয়ম্ভূ শিবমূর্তি দেখা যায় না মন্দিরটি পাল বা সেন যুগে তৈরি যদিও ঠিক কত বছরের প্রাচীন এই মন্দির, তা নিয়ে একমত হতে পারেননি ইতিহাসবিদরা

মন্দিরটি পুরো পাথর দিয়ে তৈরি করা হয়েছিল তবে বর্তমানে সংস্কারের পর এক আদল একটু হলেও বদলেছে  লোকসংস্কৃতি গবেষক সুভাষ রায়ের কথায়, এই পঞ্চমুখী শিবমূর্তি সত্য়িই বিরল শুধু শিবমূর্তিই নয় মন্দির চত্বরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথরগুলোতেও রীতিমতো শিল্পনৈপুণ্য়ের পরিচয় পাওয়া যায়

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed