ই এম বাইপাস ছেড়ে বাড়িতে ঢুকে পড়ল লরি, আশঙ্কাজনক ২

  • রাতের কলকাতায় আবার বেপরোয়া গাড়ি
  • বাইপাসে বেঙ্গল কেমিক্য়ালের সামনে
  • অ্য়াপ ক্য়াবকে বাঁচাতে গিয়ে বাড়িতে ধাক্কা লরির
  • আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে দুজন

শুক্রবার মাঝরাতে প্রবল বৃষ্টির মাঝেই ঘটে গেল দুর্ঘটনা ইমএম বাইপাসে বেঙ্গল কেমিকেল স্টপেজের কাছে একটি অ্য়াপ ক্য়াবকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে সোজা একটি বাড়িতে গিয়ে ধাক্কা মারল একটি লরি ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি দুজন

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে  বেঙ্গল কেমিক্য়ালের কাছে দত্তাবাদের কাছে একটি দুর্ঘটনা ঘটে  অ্য়াপ ক্য়াবকে বাঁচাতে গিয়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে ঢুকে পড়ে ধাক্কা দেয় একটি দোকান ও বাড়িতেসেখানে তখন ঘুমোচ্ছিলেন স্বামী-স্ত্রী ঘুমন্ত অবস্থায় তাঁদেরকে জোর ধাক্কা মারে লরিটিহইহল্লা শুনে  আশপাশের বাড়ি থেকে বেরিয়ে আসেন প্রতিবেশীরা তাঁরাই তখন আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান দুজনকেএদিকে খবর পেয়ে আসে ফুলবাগান থানার পুলিশক্রেনের সাহায্য়ে লরিটিকে বের করে নিয়ে যাওয়া হয়। 

Latest Videos

এদিকে রাতের শহরে আবারও এক দুর্ঘটনায় চিন্তিত প্রশাসন পুলিশ তদন্ত করছে অ্য়াপ ক্য়াবটি কি বেপরোয়াভাবে চলছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে

Share this article
click me!

Latest Videos

Baghajatin-এ চোখের সামনেই ধসে পড়লো আস্ত চারতলার ফ্ল্যাট! #shorts #shortsfeed #shortsviral
‘একধারে লক্ষ্মীর ভাণ্ডার একধারে বিষ!’ Mamata Banerjee-কে কড়া তোপ Agnimitra Paul-এর, দেখুন
Rashifal Today: আজ ভাগ্যের চাকা ঘুরবে কোনদিকে! কেমন যাবে আজকের দিন, জানুন আজকের রাশিফলে
'সাধু হয়ে গেছে! জ্ঞানেশ্বরী উড়িয়েছিল, আজ এখানে ভাষণ দিচ্ছে' | Suvendu Adhikari | Bangla News |
Live : MahaKumbh 2025 | শুরু মহাকুম্ভ ২০২৫, শুরু পুণ্য স্নান, দেখুন সরাসরি | Makar Sankranti