ই এম বাইপাস ছেড়ে বাড়িতে ঢুকে পড়ল লরি, আশঙ্কাজনক ২

Published : Mar 07, 2020, 12:30 PM ISTUpdated : Mar 07, 2020, 12:33 PM IST
ই এম বাইপাস ছেড়ে বাড়িতে ঢুকে পড়ল লরি, আশঙ্কাজনক ২

সংক্ষিপ্ত

রাতের কলকাতায় আবার বেপরোয়া গাড়ি বাইপাসে বেঙ্গল কেমিক্য়ালের সামনে অ্য়াপ ক্য়াবকে বাঁচাতে গিয়ে বাড়িতে ধাক্কা লরির আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে দুজন

শুক্রবার মাঝরাতে প্রবল বৃষ্টির মাঝেই ঘটে গেল দুর্ঘটনা। ইমএম বাইপাসে বেঙ্গল কেমিকেল স্টপেজের কাছে একটি অ্য়াপ ক্য়াবকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে সোজা একটি বাড়িতে গিয়ে ধাক্কা মারল একটি লরি। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি দুজন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে  বেঙ্গল কেমিক্য়ালের কাছে দত্তাবাদের কাছে একটি দুর্ঘটনা ঘটে।  অ্য়াপ ক্য়াবকে বাঁচাতে গিয়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে ঢুকে পড়ে ধাক্কা দেয় একটি দোকান ও বাড়িতে। সেখানে তখন ঘুমোচ্ছিলেন স্বামী-স্ত্রী। ঘুমন্ত অবস্থায় তাঁদেরকে জোর ধাক্কা মারে লরিটি। হইহল্লা শুনে  আশপাশের বাড়ি থেকে বেরিয়ে আসেন প্রতিবেশীরা। তাঁরাই তখন আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান দুজনকে। এদিকে খবর পেয়ে আসে ফুলবাগান থানার পুলিশ। ক্রেনের সাহায্য়ে লরিটিকে বের করে নিয়ে যাওয়া হয়। 

এদিকে রাতের শহরে আবারও এক দুর্ঘটনায় চিন্তিত প্রশাসন। পুলিশ তদন্ত করছে। অ্য়াপ ক্য়াবটি কি বেপরোয়াভাবে চলছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

PREV
click me!

Recommended Stories

এবার প্রবীণদের জন্য ভালো খবর, চালু হল Uber-এর সহজ ক্যাব বুকিং ফিচার
SIR Update : কত বাদ গেল, খসড়া তালিকায় নাম না থাকলে কী করবেন? বড় আপডেট দিল নির্বাচন কমিশন