বৃহস্পতিবার ভোররাতে ভয়াবহ আগুন কালীঘাটের এক বাড়িতে, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার

  • দীপাবলির আগে ফের অগ্নিকাণ্ড শহর কলকাতায় 
  • অগ্নিদগ্ধ হয়ে কালীঘাটের এক বৃদ্ধার ভয়াবহ মৃত্যু 
  • খবর পৌছতেই ঘটনাস্থলে দমকলের ৪ টি ইঞ্জিন। 
  •  অগ্নিদগ্ধ অবস্থায় আরও একজন এসএসকেম-এ  ভর্তি 

Ritam Talukder | Published : Nov 12, 2020 5:29 AM IST / Updated: Nov 12 2020, 11:01 AM IST

 ফের অগ্নিকাণ্ড শহরে। দীপাবলির আগে অগ্নিদগ্ধ হয়ে কালীঘাটের এক বৃদ্ধার ভয়াবহ মৃত্যু। কালীঘাটের পটুয়াপাড়ায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। অগ্নিদগ্ধ অবস্থায় আরও একজন এসএসকেম-এ  ভর্তি। খবর পৌছতেই ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ৪ টি ইঞ্জিন। 

আরও পড়ুন, শুধু কলকাতাতেই আক্রান্ত ছাড়াল ৯০ হাজার, উদ্বেগের মুখে স্বাস্থ্যভবন

মৃত ওই বৃদ্ধার নাম বিভা পাল,  আহত আরও ১

তখনও ঘুম ভাঙেনি শহরের। শীতের আমেজে গাঢ় ঘুমে ডুবে কালীঘাটও। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোররাতে কালীঘাট পটুয়া পাড়ায় একটি বাড়িতে আগুন লাগে। এরপর তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হলে প্রথমে দুটি ইঞ্জিন আসে, পরবর্তীকালে আরো দুটি ইঞ্জিন আসে। দমকলের মোট চারটি দমকলের ইঞ্জিন আসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় অগ্নিদব্ধ হয়ে মৃত ওই বৃদ্ধার নাম বিভা পাল। মৃত্যু কালে বয়স হয়েছিল ৬৫ বছর। এছাড়াও আহত রাজীব পাল নামে এক ব্যক্তি। আহত ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। 

আরও পড়ুন, লোকাল ট্রেনের সংখ্যা বাড়ছে কি, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে রাজ্য-রেল

 

কীভাবে আগুন লেগেছে, তদন্তে পুলিশ

অপরদিকে,  কি থেকে এই আগুন লাগে এখনও পর্যন্ত জানা যায়নি। তবে  কি থেকে এই আগুন লেগেছে, তা জানার চেষ্টা করছে দমকল আধিকারিক ও কালীঘাট থানার পুলিশ। তবে স্বাবাভিকভাবেই ওই বৃদ্ধার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে  কালীঘাটের পটুয়াপাড়ায়।

 

Share this article
click me!