লিঙ্গ পরিবর্তন করিয়েও কি সুখে থাকতে পারছেন ওঁরা

  • সম্প্রতি আত্মঘাতী হয়েছেন এক রূপান্তরকামী
  • বছর ছাব্বিশের ওই রূপান্তরকামীর নাম পলক তিওয়ারি
  • তাহলে কি রূপান্তরকামীর অসুখী হন
  • এলজিবিটি কমিউনিটি দাবি করছে, তা আদৌ নয়

শনিবার রাতে ইনদৌরে ২৬ বছরের এক রূপান্তরকামী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন  নাম পলক তিওয়ারিমাসচারেক আগে তিনি ঘর বেঁধেছিলেন তাঁর মনের মানুষটির সঙ্গে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আটবছর ধরে দুজনের মধ্যে সম্পর্ক ছিলমাসচারেক আগে ঘর বাঁধার পর নিজের লিঙ্গপরিবর্তনের জন্য অপারেশন করিয়েছিলেন পলকসেই অপারেশন নাকি সফল হয়নিতারপর থেকেই ভীষণ অবসাদে ভুগছিলেন পলক

ঘটনার প্রাথমিক অভিঘাত সামলিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন এই অকালমৃত্যু? নিজের মতো করে সঙ্গী বেছেও খুশি হতে পারলেন না কেন পলক? কেউ বলছেন, রূপান্তরকামীরা শারীরিক বা মানসিকভাবে সুস্থ থাকেন না আবার কেউ বলছেন, এটা যার যা নিজস্ব বিষয়সাধারণ দাম্পত্যেও যেরকম সম্পর্কের ওঠা-পড়া থাকে, এক্ষেত্রেও ঠিক তাইরূপান্তরকামী মেঘ সায়ন্তন ঘোষের কথায়, "দেখুন এটা ব্যক্তিবিশেষের ওপর নির্ভর করেতাই কেউ একজন আত্মহত্যা করল মানেই কিন্তু এমন নয়, যাঁরা অপারেশন করিয়ে লিঙ্গ পরিবর্তন করছেন, তাঁরা সবাই খারাপ আছেন আবার এটাও অনেকের ধারণা, রূপান্তরকামী মানেই লিঙ্গ পরিবর্তন করানআমি নিজেই তো তা করিনি, কারণ আমার তো তা মনে হয়নি?"

Latest Videos

ডা. জ্যোতির্ময় সমাজদারের অবশ্য মনে করেন, "সমাজের সঙ্গে একটা সংঘাত চলে এদের অনবরত তাই বাইরে থেকে এদের যতটা খুশি বলে মনে হয়, ততটা খুশি কিন্তু এরা সবসময়ে হয় না আমার একজন পেশেন্ট আছেন, যিনি সাতবার আত্মহত্যার চেষ্টা করেছেন আসলে কিছু সেলিব্রিটি বাদ দিলে দেখা যায়, এরা কিন্তু কমবেশি সমাজে আজও প্রত্যাখ্যাত, বাড়িতেও তাই

প্রসঙ্গত, ২০১৮-র ৬ সেপ্টেম্বর ব্রিটিশ আমলের আইনকে খারিজ করে এদেশেও সমকামী সম্পর্ককে বৈধতা দেয় সুপ্রিম কোর্ট সেদিক থেকে দেখতে গেলে দুজন সমকামী হোক কি রূপান্তরকামী, কোনও সম্পর্কই আর আইনের চোখে অবৈধ নয় এখন তো সমাজেও রূপান্তরকামীদের গ্রহণযোগ্যতা আগের থেকে বেড়েছে ভোটের সময়ে বুথে পুলিশ অফিসারের ভূমিকাতেও দেখা যায় এখন তাঁদের. এমনি বিচারকের পদেও রয়েছেন তাঁরা. এই পরিস্থিতিতে পলক তিওয়ারির আত্মহত্যা নেহাতই একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেন কলকাতার এলবিজিটি কমিউনিটির সদস্যরা

 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা | Canning News
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল