বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে এসে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন টুইট করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন তুলে ধরে তিনি দাবি করলেন তাঁর উপরে হামলা কোনও আকস্মিক ঘটনা নয়, বরং হামলা ছিল পূর্বপরিকল্পিত।
বাবুল যে সংবাদ প্রতিবেদনটি পোস্ট করেছেন, সেখানে দাবি করা হয়েছে বুধবার রাতেই সোশ্য়াল মিডিয়ায় এবিভিপি আয়োজিত নবীন বরণ উৎসবে বাবুল সুপ্রিয়, অচিন্ত্য বিশ্বাস ও অগ্নিমিত্রা পল-এর আসার কথা জানানো হয়েছিল। আর সেখানে নিজেদের রাজনৈতিক বিরোধিতা ভুলে বিজেপি বিরোধিতার সাধারণ ক্ষেত্রে সব পক্ষকে এক ছাতার তলায় আসার আহ্বান জানানো হয়।
পোস্টটি যাদবপুরেরই ফিল্ম স্টাডিজ বিভাগের এক প্রাক্তন ছাত্র করেছিলেন বলে অভিযোগ। বৃহস্পতিবার বিকেল থেকেই এই পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়। এরপরই বুধবার রাতের ওই পোস্ট পরে মুছে দেওয়া হয়। তবে সেই পোস্টে কোথাও হিংসাত্মক হামলার কথা বলা হয়নি। এবার বাবুল সুপ্রিয় কি যাদবপুরের ওই প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন কিনা সেটাই দেখার।