'লড়াই জারি রাখো, আমরা তোমার সঙ্গে আছি', বালিগঞ্জ প্রার্থী সায়রাকে সস্ত্রীক আশীর্বাদ বুদ্ধদেবের

 দোরগড়ায় বালিগঞ্জ উপনির্বাচন। বাড়ি বাড়ি প্রচার পর্ব চলাকালীনই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতেও উপস্থিত হলেন বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম।  তাঁরা বলেছেন, 'লড়াই জারি রাখো।আমরা তোমার সঙ্গে আছি।'

 দোরগড়ায় বালিগঞ্জ উপনির্বাচন। বাড়ি বাড়ি প্রচার পর্ব চলাকালীনই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতেও উপস্থিত হলেন বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। শুক্রবার সকালে তিনি পৌছে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম এভিনিউয়ের বাড়িতে। বুদ্ধদেব ভট্টাচার্যের পত্নী মীরা ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন  বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। সায়রা জানান, উপনির্বাচনে তাঁর জন্য শুভকামনা জানিয়েছেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী  মীরা ভট্টাচার্য তাঁকে শুভকামনা জানিয়েছেন। তাঁরা বলেছেন, 'লড়াই জারি রাখো।আমরা তোমার সঙ্গে আছি।'

 

Latest Videos

 

উল্লেখ্য, আগামী ১২ তারিখ রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন। আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার ভোট হবে। আর এবার বালিগঞ্জ  বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রার্থী পদে দাঁড়িয়েছেন বাবুল সুপ্রিয়। মূলত ঠিক তার বিপরীতেই ভোট যুদ্ধে এবার নেমেছেন সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম। সমাজকর্মী হিসেবে পরিচিত  বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমকে নিয়ে ইতিমধ্য়েই সাড়া পেলে দিয়েছে বামেরা। যদিও এখনও গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী  বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর দৃষ্টি শক্তি ক্ষীণতর হয়ে এসেছে। বিছানা থেকে একেবারেই উঠতে পারেন না। তার মেয়ে সুচেতনা ভট্য়াচার্য বলেছেন, বাবা পুরোপুরি শয্যাশায়ী। চোখে প্রায় একেবারেই দেখতে পান না। ৃদৃষ্টিশক্তি ক্রমশই ক্ষীণ হয়ে আসছে। বাবার সঙ্গে রাজনৈতিক কথা বাত্রা বলি না। ফোনেই বেশি কথা হয়। ' মীরা ভট্টাচার্য বলেন, কিন্তু এই অবস্থাতেই রেখে চলেছেন ভোটের সব খবরাখবর। শুধু একটাই আক্ষেপ ওর মতো একজন নাগরিক তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না।'

আরও পড়ুন, একুশের ছায়া বাইশেও, আসানসোল উপনির্বাচনের আগেই ২ পুলিশ আধিকারিক সরিয়ে দিল কমিশন

সম্প্রতি একটি ভিডিও বার্তায় ভাইজি সায়রার সমর্থনে একটি ভিডিও আপলোড করেন নাসিরউদ্দীন শাহ। নাসির উদ্দীন শাহ বলেন, 'আমি কোনও রাজনৈতিক দলের সদস্য নই। সম্পূর্ণ ব্যক্তিগত তাগিদে ভোট চাইছি। আপনারা এমন কোনও মানুষ বেছে নেবেন, যিনি বারবার বদল করেন, নাকি এমন কোনও মানুষকে চাইবেন, যিনি সবসময় মানুষের পাশে থাকেন। সেটা আপনাদের পছন্দ।' নাসিরউদ্দীন আরও বলেন, 'আমি আপনাদের সামনে সম্পূর্ন ব্যাক্তিগত বোধের উপর নির্ভর করে বালিগঞ্জ উপনির্বাচনে সায়রা শাহ হালিমকে সমর্থন করার আবেদন জানাচ্ছি। আমার ভাইজি হওয়ার সূত্রে তাকে আমি জন্ম থেকেই চিনি। কিন্তু পারিবারিক সম্পর্ককে একপাশে সরিয়ে রেখে বলতে চাই, আমি তাঁকে সবসময় একজন সাহসী, দায়বদ্ধ, সৎ, সংবেদনশীল মানুষ হিসেবে দেখে এসেছি। একটু ভাবুন সায়রা ও তার স্বামীর মানুষের জন্য দীর্ঘদিন হাসপাতাল চালাচ্ছে। ওদের সহমর্মিতা বোধ আছে।'

Share this article
click me!

Latest Videos

'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় বিক্ষোভ Suvendu-র! | Suvendu Adhikari