তর্কাতর্কির মধ্যেই হঠাত নিলেন বুদ্ধদেবের নাম, শিক্ষার্থীদের কি বললেন বাবুল, দেখুন ভিডিও

  • বৃহস্পতিবার যাদবপুরে বাবুল সুপ্রিয়-র যাওয়া নিয়ে ধুন্ধুমার বেধেছিল
  • ছাত্রছাত্রীদের সঙ্গে বাদানুবাদের মধ্যে বাবুলের মুখে এল বুদ্ধদেব ভট্টাচার্যের নাম
  • বাম ছাত্রছাত্রীদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো ভদ্র হতে বললেন বাবুল
  • তবে বুদ্ধদেব ভট্টাচার্যও একসময় বিজেপি-র মাথা ভেঙে দিতে বলেছিলেন

 

বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানকার ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তীব্র বাদানুবাদ ও হাতাহাতির মধ্যে ছাত্রছাত্রীদের তিনি পরামর্শ দিলেন ভদ্র হতে। আর ভদ্রতার উদাহরণ হিসেবে কোনও বিজেপি নেতা নন, বাবুলের মুখে এল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের নাম।

শুক্রবার ওই ঘটনার বেশ কয়েকটি ভিডিও টুইট করেছেন বাবুল সুপ্রিয়। তারই একটিতে দেখা গিয়েছে বামপন্থী ছাত্রছাত্রীদের সঙ্গে তর্কাতর্কি করতে গিয়ে তিনি বলছেন, 'তোমাদের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি নিপাট ভদ্রলোক। তোমরা তাদের মতো হও'।

Latest Videos

জবাবে তাঁকে ঘিরে ধরা ছাত্রছাত্রীরা বলেন, সিপিআইএম-এর সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। তাঁরা নকশাল করেন।

তবে বুদ্ধদেব ভট্টাচার্যকেও কিন্তু একসময় প্রকাশ্য সভায় বিজেপির মাথা ভেঙে দেওয়ার ডাক দিতে শোনা গিয়েছিল। সেটা ২০১০ সাল। বাবুল তখনও রাজনীতির আঙিনায় পা রাখেননি। সেই সময় হাওড়ার এক জনসভায় বলতে গিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'বিজেপি যদি এই রাজ্যে মাথাচাড়া দিতে চায়, তাহলে সেই রাজনীতির মাতা ভেঙে দিতে হবে'। যা নিয়ে বিতর্কও হয়েছিল।

 

Share this article
click me!

Latest Videos

বন্দে মাতরম গর্জন শুনেই পালালো বাংলাদেশী সেনা! BSF দাঁড়িয়ে দেখল বাংলার 'দেশপ্রেম' | Malda News
বাপরে! কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার ও কলকাতা | Nepal Earthquake Today
'TATA-কে তাড়িয়ে সিঙ্গুর নয়, নন্দীগ্রামের জন্যই পিসি আজ মুখ্যমন্ত্রী' চরম কথা Suvendu Adhikari-র
আজ ২৬ হাজার চাকরির ভবিষ্যৎ কি হবে? বড় আপডেট দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Nandigram
'আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়' নন্দীগ্রামে চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari Nandigram