তর্কাতর্কির মধ্যেই হঠাত নিলেন বুদ্ধদেবের নাম, শিক্ষার্থীদের কি বললেন বাবুল, দেখুন ভিডিও

Published : Sep 20, 2019, 06:55 PM IST
তর্কাতর্কির মধ্যেই হঠাত নিলেন বুদ্ধদেবের নাম, শিক্ষার্থীদের কি বললেন বাবুল, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার যাদবপুরে বাবুল সুপ্রিয়-র যাওয়া নিয়ে ধুন্ধুমার বেধেছিল ছাত্রছাত্রীদের সঙ্গে বাদানুবাদের মধ্যে বাবুলের মুখে এল বুদ্ধদেব ভট্টাচার্যের নাম বাম ছাত্রছাত্রীদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো ভদ্র হতে বললেন বাবুল তবে বুদ্ধদেব ভট্টাচার্যও একসময় বিজেপি-র মাথা ভেঙে দিতে বলেছিলেন  

বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানকার ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তীব্র বাদানুবাদ ও হাতাহাতির মধ্যে ছাত্রছাত্রীদের তিনি পরামর্শ দিলেন ভদ্র হতে। আর ভদ্রতার উদাহরণ হিসেবে কোনও বিজেপি নেতা নন, বাবুলের মুখে এল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের নাম।

শুক্রবার ওই ঘটনার বেশ কয়েকটি ভিডিও টুইট করেছেন বাবুল সুপ্রিয়। তারই একটিতে দেখা গিয়েছে বামপন্থী ছাত্রছাত্রীদের সঙ্গে তর্কাতর্কি করতে গিয়ে তিনি বলছেন, 'তোমাদের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি নিপাট ভদ্রলোক। তোমরা তাদের মতো হও'।

জবাবে তাঁকে ঘিরে ধরা ছাত্রছাত্রীরা বলেন, সিপিআইএম-এর সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। তাঁরা নকশাল করেন।

তবে বুদ্ধদেব ভট্টাচার্যকেও কিন্তু একসময় প্রকাশ্য সভায় বিজেপির মাথা ভেঙে দেওয়ার ডাক দিতে শোনা গিয়েছিল। সেটা ২০১০ সাল। বাবুল তখনও রাজনীতির আঙিনায় পা রাখেননি। সেই সময় হাওড়ার এক জনসভায় বলতে গিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'বিজেপি যদি এই রাজ্যে মাথাচাড়া দিতে চায়, তাহলে সেই রাজনীতির মাতা ভেঙে দিতে হবে'। যা নিয়ে বিতর্কও হয়েছিল।

 

PREV
click me!

Recommended Stories

পূর্ব রেলের বাকি অংশেও লাগছে 'কবচ', যাত্রী সুরক্ষায় বিরাট পদক্ষেপ
কলকাতায় বাথরুম থেকে উদ্ধার BLO-র ঝুলন্ত দেহ, TMC-র বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ