এবার করোনা আক্রান্ত বিধাননগর দমকলের কর্মী,তড়িঘড়ি কোয়ারান্টাইনে গেল স্টাফরা

  • পুলিশের পর এবার করোনার থাবা দমকলে
  • করোনায় আক্রান্ত বিধাননগর দমকলের কর্মী
  •  ২৯ বছরের ওই কর্মী বেলেঘাটা আইডিতে ভর্তি
  • তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে

Asianet News Bangla | Published : May 17, 2020 9:49 AM IST

পুলিশের পর এবার করোনার থাবা দমকলে। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন বিধাননগর দমকল বাহিনীর এক কর্মী। ২৯ বছরের ওই কর্মী বর্তমানে বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছেন। তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে।

সূত্রের খবর, চলতি মাসের ১০ তারিখ রবিবার সেক্টর ফাইভে একটি বহুতল বিল্ডিংয়ে আগুন লাগে। সেখানে আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ওই যুবক।  দমকল কর্মীদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ অফিসাররাও। এরপরই  ওই যুবককে  ছুটি দেওয়া হয়।  ওই দমকলকর্মী বাড়িতে গিয়ে বসিরহাটে স্থানীয় হাসপাতলে শারীরিক পরীক্ষা করালে গতকাল তার রিপোর্টে করোনা পজেটিভ আসে।  তড়িঘড়ি তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। 

এদিকে রিপোর্ট আসার পরই বিধান নগর দমকল স্টেশনে কর্মরত বেশ কয়েকজন দমকল অফিসার সহ কর্মচারীরা আইসোলেশনে চলে যান। যারা করোনায় আক্রান্ত ওই দমকল কর্মীর সংস্পর্শে এসেছিলেন তাদের দমকলের একটি বিল্ডিংয়ে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। ইতিমধ্য়েই দমকল স্টেশন চত্বর সানিটাইজ করা হয়েছে।

Share this article
click me!