পিছু ছাড়ল না সনিকা মৃত্যু মামলা, শুটিংয়ের জন্য বিদেশে যাওয়া হল না বিক্রমের

Published : Mar 08, 2022, 01:16 AM ISTUpdated : Mar 08, 2022, 01:25 AM IST
পিছু ছাড়ল না সনিকা মৃত্যু মামলা, শুটিংয়ের জন্য বিদেশে যাওয়া হল না বিক্রমের

সংক্ষিপ্ত

পাসপোর্ট না পাওয়ায় শুটিংয়ের জন্য বিদেশে যাত্রা আপাতত স্থগিত রাখতে হচ্ছে বিক্রমকে। সোনিকা চৌহান মৃত্যুর মামলার ট্রায়াল একেবারে শেষের মুখে। তাই অভিনেতাকে কোনওভাবেই পাসপোর্ট দিতে রাজি নয় আদালত। সোনিকার মৃত্যু মামলায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় পাসপোর্ট জমা নেওয়া হয়েছিল।

২০১৭ সালে ঘটেছিল দুর্ঘটনা (Accident)। তারপর পেরিয়ে গিয়েছে অনেক গুলো দিন। কিন্তু, সেই ঘটনা এখনও পর্যন্ত পিছু ছাড়ল না অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের (Bikram Chatterjee)। সোনিকা চৌহান মৃত্যুর (Sonica Death Case) ঘটনার জন্য এখন বিদেশে শুটিং (Shooting) পর্যন্ত করতে যেতে পারছেন না তিনি।  

সনিকা চৌহান মৃত্যু মামলায় বিক্রম চট্টোপাধ্যায়ের পাসপোর্ট (Passport) জমা নেওয়া হয়েছিল। তাঁর আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা আলিপুর আদালতে (Alipore Court) এই পাসপোর্ট ফেরত দেওয়ার আবেদন জানান। কারণ 'উড়ান চু' নামে একটি সিনেমার শুটিংয়ের সুযোগ পেয়েছেন বিক্রম। আর তার জন্য ইংল্যান্ডে যেতে হবে তাঁকে। এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত চলবে শুটিং। বিদেশে গিয়ে যাতে ওই শুটিং-এ কাজ করতে পারেন তার জন্যই পাসপোর্ট ফেরত দেওয়ার আর্জি জানানো হয় আলিপুর আদালতে। যদিও বিচারক এখনও পর্যন্ত সিদ্ধান্ত জানাননি।

আরও পড়ুন- 'ঢং করছেন', বিধানসভায় রাজ্যপালকে হেনস্থার অভিযোগ ওড়ালেন চন্দ্রিমা

এদিকে পাসপোর্ট না পাওয়ায় শুটিংয়ের জন্য বিদেশে যাত্রা আপাতত স্থগিত রাখতে হচ্ছে বিক্রমকে। সোনিকা চৌহান মৃত্যুর মামলার ট্রায়াল একেবারে শেষের মুখে। তাই অভিনেতাকে কোনওভাবেই পাসপোর্ট দিতে রাজি নয় আদালত। সোনিকার মৃত্যু মামলায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় পাসপোর্ট জমা নেওয়া হয়েছিল।

আরও পড়ুন- 'মুখ্যমন্ত্রীর ইশারায় মহিলা বিধায়করা রাজ্যপালকে হেনস্থা করেছে', বিস্ফোরক শুভেন্দু

উল্লেখ্য, ২০১৭ সালের ২৯ এপ্রিল ভোর রাতের ঘটেছিল সেই দুর্ঘটনা। পার্টি থেকে ফিরছিলেন বিক্রম ও তাঁর বান্ধবী সোনিকা। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনায় মৃত্যু হয় সোনিকার, আহত হন বিক্রম। তদন্তে জানা যায়, দুর্ঘটনার আগে বিক্রমের গাড়ির গতিবেগ ছিল ১০০ কিলোমিটারেরও বেশি। গড়িয়াহাট মোড় থেকে রাসবিহারী মোড়ের দিকে যাচ্ছিল সাদা রঙের টয়োটা করোলা অলটিস গাড়ি। বিক্রম নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। এই ঘটনায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছিল বিক্রমের বিরুদ্ধে। গ্রেফতারও করা হয় অভিনেতাকে।

আরও পড়ুন- আজ বাজেট অধিবেশন, বহু বিতর্কের পর বিধানসভায় মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল

৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের ধারার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছিল সোনিকা মামলার চার্জশিটে। ফরেনসিক রিপোর্ট ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংক্রান্ত যাবতীয় তথ্যের উল্লেখ করা হয়। কীভাবে ট্রাফিক আইন ভাঙার পর রাসবিহারী অ্যাভিনিউতে বিক্রম দুর্ঘটনা ঘটিয়েছিলেন, তাও উল্লেখ করা হয় চার্জশিটে। আর সেই মামলাই এখনও পিছু ছাড়ল না বিক্রমের। ওই ঘটনার জন্যই এবার আর শুটিংয়ের জন্য বিদেশে যেতে পারলেন না তিনি। 

PREV
click me!

Recommended Stories

পথ সুরক্ষায় কলকাতা পুলিশের উদ্যোগ, 'সেফ ড্রাইভ সেভ লাইফ' ম্যারাথনের আয়োজন
ভোটের আগে দলবদল করছেন শীতল-হিরণ? প্রধানমন্ত্রীর সফরের মাঝেই অকপট দিলীপ ঘোষ