তাল কাটল ছন্দে, বিজেপিতে উল্টো সুর মুকুলের

  • বিজেপি  বিধায়ক মৃত্যুতে উল্টো সুর মুকুল রায়ের
  • দল যেখানে হেমতাবাদের বিধায়ক 'খুনে' সিবিআই চাইছে
  • সেখানে বিচারবিভাগীয় তদন্ত চেয়েছেন মুকুল

  •  

বিজেপি  বিধায়ক মৃত্যুতে এবার উল্টো সুর মুকুল রায়ের মুখে। সূত্রের খবর, দল যেখানে হেমতাবাদের বিধায়ক 'খুনে' সিবিআই চাইছে,সেখানে বিচারবিভাগীয় তদন্ত চেয়েছেন মুকুল। শোনা যাচ্ছে, দলের সঙ্গে এই তরজায় নাকি টুইটার থেকেই সরে আসেন মুকুল। আচমকা মুকুল রায়কে টুইটারে না পেয়ে নানান জল্পনা তৈরি হয়। যদিও পরে টুইটারে ফিরে বিজেপি নেতা জানান, টেকনিক্যাল সমস্যার জন্যই তার অ্যাকাউন্ট টুইটারে দেখা যাচ্ছিল না। 

রাজ্য়ের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, বুধবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে দুটি টুইট করেন মুকুলবাবু। হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর পর তৃণমূলকে কাঠগড়ায় তোলেন তিনি। তারপরই আর দেখা মেলে না তার অ্যাকাউন্টের। যদি পরে তিনি টুইটারে লেখেন, আমি টুইটারে আছি এবং আরও বহু মানুষের কাছে পৌঁছতে চাই। আমার টুইটার হ্যান্ডেলের প্রযুক্তিগত সমস্যার সমাধান করা হচ্ছে। সবাইকে আর শুভকামনা।

Latest Videos

বিজেপিতে যোগ দেওয়ার পরই টুইটারে সক্রিয় হন মুকুল। কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে টান্ডা লড়াই শুরু হতেই দল থেকে অনেকটা দূরত্ব রাখতে শুরু করেন। লকডাউনে সে ভাবে টুইটারে সক্রিয় থাকতে দেখা যায়নি তাকে। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও রাজ্য় নেতাদের থেকে ক্রমশ দূরত্ব বাড়তে থাকে তার। অমিত শাহের ভার্চুয়াল সভাতেও দেখা যায় সেই পরিস্থিতি। লকডাউনের আগেও দলের সদর দফতরে সেভাবে দেখা যায়নি তাকে। সল্টলেকের অফিসে বসেই যা করার করেছেন।  
 

Share this article
click me!

Latest Videos

‘কল্যাণবাবুর খাওয়া-বলা সব উল্টোপাল্টা’ সুকান্ত মজুমদারের ঝাঁঝালো টনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে
‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News