কিছু কারণ বশত এই স্টোরিটি পরিত্যক্ত করা হল

  • প্রকাশ্য়ে এল দেবাঞ্জনের চাঞ্চল্যকর তথ্য
  •  পাওয়া গিয়েছে জাল লেটারহেড, লোগো 
  •  ভ্যাকসিন নিয়ে খেটেছেন 'ভুয়ো আইএএস' 
  • 'কিছুই কি কেউ জানতো না', উঠেছে প্রশ্ন 

Asianet News Bangla | Published : Jun 26, 2021 7:03 AM IST / Updated: Jun 26 2021, 01:58 PM IST

কসবার ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তোলপাড় রাজ্য। ভুয়ো আইএএস সেজে জেনেটিক্সে এমএসসি পাশ করা দেবাঞ্জন দেব কসবায় একটি ভুয়ো ভ্য়াকসিনেশন ক্যাম্পের আয়োজন করেন। যেখানে মূলত তৃতীয় লিঙ্গ সহ প্রতিবন্দি, স্থানীয়দের ভ্যাকসিন দেওয়ার আয়োজন করা হয়। উৎসাহিত করতে আমন্ত্রিত করা হয় অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীকে। এসে ভ্যাকসিন নেন এবং প্রমোট করেন পুরো অনুষ্ঠানটি মিমি। এই অবধি ঠিকই ছিল, তবে শেষ অবধি পার পেলেন না। বুদ্ধি করে অপরাধের গুটি সাজিয়েও ধরা পড়ে যান দেবাঞ্জন। ভ্য়াকসিনের সার্টিফিকেট পেতে দেরি হওয়ায় মিমির অফিসের লোক খোঁজ করে কসবার ক্যাম্পে। এরপরেই গ্রেফতার করা হয় তাঁকে। এই মুহূর্তে কলকাতা পুলিশের হাত ধরে প্রকাশ্য়ে আসে দেবাঞ্জনের অন্তহীন অপরাধের লিস্ট।  জানতে হলে নীচের লিঙ্কে বাকিটা পড়ুন।

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আরও চাঞ্চল্যকর তথ্য, কলকাতা পুলিশের দেওয়া তথ্যে পর্দাফাঁস দেবাঞ্জনের  

 

 

Share this article
click me!