মাকে হারালেন বাবুল সুপ্রিয়, কোভিড জয়ী হয়ে একা বাড়ি ফিরলেন বাবা

  • মাকে হারলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়
  • গুরুগাঁয়ের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়
  • শোকে ভেঙে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী 
  • বাবুলের বাবা কোভিড জয়ী হয়ে বাড়ি ফিরেছেন
     

Ritam Talukder | Published : Dec 11, 2020 3:05 AM IST / Updated: Dec 11 2020, 08:37 AM IST

মাকে হারলেন বাবুল সুপ্রিয়। গুরুগাঁয়ের এক হাসপাতালে বাবুল সুপ্রিয়র মা সুমিত্রা বড়াল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৭২ বছর। মাকে হারিয়ে শোকস্তব্ধ সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

 

 


শোকে ভেঙে পড়েছেন বাবুল

সূত্রের খবর, কোভিডে আক্রান্ত গত তিন সপ্তাহ ধরে গুরুগাঁয়ের এক হাসপাতালে ভর্তি ছিলেন বাবুল সুপ্রিয়র মা সুমিত্রা বড়াল। শারীরিক অবস্থা বুঝে কোভিড টেস্ট করানো হয়। সাত দিন আগের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ততক্ষণে  একাধিক অঙ্গ বিকল হওয়ায় বুধবার রাত ১০ নাগাত বাবুল সুপ্রিয়র মায়ের মৃত্যু হয়েছে। শোকে ভেঙে পড়েছেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। পোস্টে তিনি লিখেছেন, 'করোনা মাকে আমার কাছ থেকে ছিনিয়ে গেল'।

 

 

কোভিড জয়ী হয়ে একা বাড়ি ফিরলেন বাবা

অপরদিকে,কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বাবারও কোভিড টেস্ট করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। তাঁকেও হাসপাতলে ভর্তি করা হয়েছিল। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। তখনও বাবুলের মা হাসপাতলেই ভর্তি ছিলেন। কিন্তু 'মায়ের' সঙ্গে যে আর দেখা হবে না, এমনটা কখনই ভাবেনি বড়াল পরিবার।

Share this article
click me!