মুখ্যমন্ত্রীর বাগড়াতেই চাঁদ ছুঁতে পারল না চন্দ্রযান, মন্তব্য দিলীপের

  • মুখ্যমন্ত্রীর বাগড়াতেই চন্দ্রযানের বিপত্তি
  • মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের
  • উনি সব বিষয়ে বাগড়া দেন
  • ৩৭০ তুলে দেওয়াতেও ওনার কষ্ট হয়েছে
     

এবার চন্দ্রযান চাঁদ ছুঁতে না পারার জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের কটাক্ষ, মমতা বাগড়া দিয়েছেন তাই সফল হয়নি চাঁদে পা রাখার স্বপ্ন।

গতকাল বিধানসভায় দাঁড়িয়ে মুখ্য়মন্ত্রী বলেন, চন্দ্রযান নিয়ে কৃতিত্ব নেওয়ার চেষ্টা আসলে আর্থিক বিপর্যয় থেকে নজর ঘোরানোর চেষ্টা। নাম না করে মোদী সরকারকেই বিঁধেছেন মুখ্য়মন্ত্রী। চন্দ্রযানের চাঁদের মাটি না ছোঁয়ার ফলে এখন উল্টে মমতাকেই কটাক্ষ করছেন দিলীপ ঘোষ। দিলীপবাবু বলেছেন,'মুখ্য়মন্ত্রী বাগড়া দেওয়ার জন্যই বিষয়টা কেঁচে গেল। কোনও ভালো তো উনি চান না ,সব বিষয়ে বাগড়া দেন। ঠাকুর ওনাকে সদ্বুদ্ধি দিক। ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে ওনার কষ্ট হয়। তিন তালাক তুলে দেওয়ায় ওনার কষ্ট। চন্দ্রযান পাঠানোয় ওনার কষ্ট। দেশে এখন একটা স্বাভিমান জেগেছে,আমরা পারি। এটা তো একটা প্রসেস । যারা বাগড়া দিচ্ছেন তাদেরকে বুঝতে হবে, মোদী হ্যায় তো মুমকিন হ্যায়।'

Latest Videos

রাজ্য রাজনৈতিক মহল বলছে, শুক্রবার মমতার বিধানসভার মন্তব্যকেই কটাক্ষ করেছেন মেদিনীপুরের সাংসদ। গতকাল বিধানসভায় মুখ্য়মন্ত্রী বলেন, 'এমন ভাব করা হচ্ছে যেন চন্দ্রযান উত্‍‍ক্ষেপণ দেশে এই প্রথম। যেন ওরা ক্ষমতায় আসার আগে এরকম কিছুই হয়নি। এদের সব দাবি যেন এরাই সব করছে, সব কৃতিত্ব এদেরই। সব ঐতিহ্য নষ্ট করার চেষ্টা চলছে। এটা আর্থিক বিপর্যয় থেকে নজর ঘোরানোর চেষ্টা । চন্দ্র-অভিযান তো হয়ে গেল, চাঁদেই গিয়ে থাকুন।' 

Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News