পুলওয়ামার শহিদদের স্মৃতিতে রক্তদান, অভিনব উদ্য়োগ বেহালায়

Published : Feb 16, 2020, 04:37 PM ISTUpdated : Feb 19, 2020, 10:58 PM IST
পুলওয়ামার শহিদদের স্মৃতিতে  রক্তদান, অভিনব উদ্য়োগ বেহালায়

সংক্ষিপ্ত

পুলওয়ামা জঙ্গি হামলার স্মৃতিতে দেশের বীর  শহিদদের শ্রদ্ধা  রক্তদান শিবিরের আয়োজন করে শহিদদের শ্রদ্ধা  রবিবার বেহালার সিরিটির অমর্ত্য পার্কে রক্তদান শিবিরের আয়োজন  ভোরের আলো ও কমান্ডো হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজন

পুলওয়ামা জঙ্গি হামলায়  দেশের  বীর  শহিদদের শ্রদ্ধা জানাতে রক্তদান শিবিরের আয়োজন করল এক সংগঠন। রবিবার বেহালার সিরিটির অমর্ত্য পার্কে ভোরের আলো ক্লাব এবং কমান্ডো হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল এই রক্তদান শিবির। পুলওয়ামার ঘটনায় শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য জানাতে উৎসর্গিত হয় এই রক্তদান শিবির। 

কী গল্প কলকাতাকে শোনাল রোবট কন্যা সোফিয়া, দেখুন সেরা ১২ ছবি

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পুলওয়ামায় নিহত সৈনিক বাবলু সাঁতরার মা, মেয়র পারিষদ তারক সিং সহ বিশিষ্টজনেরা। রক্তদান শিবিরে রক্ত দেন বহু মানুষ। রক্তদান  শিবিরের আয়োজকরা জানিয়েছেন, সংগৃহীত রক্ত তুলে দেওয়া হবে সেনাবাহিনীর হাতে। বাবলু সাঁতরার মা বনমালী সাঁতরা জানান, বাবলু হয়তো আমার বুকটা খালি করে দিয়ে চলে গেছে। কিন্তু আজ ও সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। শহিদ সেনাদের উদ্দেশ্যে এই রক্তদান হওয়ায় তিনি আপ্লুত।  

তাপস সহ তিন মৃত্যুর জন্য দায়ী কেন্দ্র, বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী

এই আয়োজন  উপলক্ষ্যে মেয়র পারিষদ তারক সিং বলেন, তার পক্ষ থেকে নিহত শহিদ বাবলু সাঁতরার পরিবারের হাতে এক লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি  হামলায় প্রাণ হারান ভারতীয় সেনার জওয়ানরা। যার মধ্য়ে ছিলেন রাজ্য়ের বাবলু সাঁতরাও। এদিন শহিদের মাকে সেকারণেই রক্তদান শিবিরে আমন্ত্রণ জানান আয়োজকরা।  

এবার কিডনিতেও ছড়াল সংক্রমণ, পোলবায় জখম ঋষভের অবস্থার আরও অবনতি

PREV
click me!

Recommended Stories

দেশজুড়ে IndiGo-র বিমান বিভ্রাট, কলকাতা বিমানবন্দরেও চরম দুর্ভোগের শিকার যাত্রীরা
News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে