ই-স্নানে বুকিং করুন গঙ্গাসাগরের জল, বাড়ি বসেই পান কপিল মুনির আশ্রমের প্রসাদও

Published : Dec 25, 2020, 06:27 PM ISTUpdated : Dec 25, 2020, 06:28 PM IST
ই-স্নানে বুকিং করুন গঙ্গাসাগরের জল, বাড়ি বসেই পান কপিল মুনির আশ্রমের প্রসাদও

সংক্ষিপ্ত

  করোনা আবহে এবার এলাহি কাণ্ড গঙ্গা সাগরে   ঘরে বসে পান কপিল মুনির আশ্রমের পুজোর প্রসাদ  ফোন উঠিয়ে ই-স্নান বুকিং করুন গঙ্গা সাগরের জল  মেলায় সাগর সঞ্চার বলে একটি পরিষেবা চালানো হচ্ছে   

করোনা আবহে এবার এলাহি কাণ্ড গঙ্গা সাগরে। একেবারে ঘরে বসে পুণ্য অর্জন করুন। আজ্ঞে হ্য়াঁ, সত্যি ঘরে বসে পান গঙ্গা সাগরের জল, কপিল মুনির আশ্রমের পুজোর প্রসাদ। এজন্য বেশি কিছু নয় ফোন উঠিয়ে ই-স্নান মারফত বুকিং করুন।

 


সূত্রের খবর, ১৫০ টাকা দিয়ে অর্ডার করলেই মিলবে ঘরে বসে পান গঙ্গা সাগরের জল, কপিল মুনির আশ্রমের পুজোর প্রসাদ। এজন্য গঙ্গাসাগরের ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হবে। বুকিং করার তিনদিনের মধ্য়ে এই সকল সামগ্রী হাজির হবে বাড়িতে। প্রধানত যারা বাড়ি থেকে তেমন বেরোতে পারেন না , কিন্তু মন পড়ে থাকে তীর্থ স্থানে, তাঁদের জন্যই মূলত এই উদ্য়োগ।

 

 

 তবে করোনা আবহে আগের বারের থেকে গঙ্গাসাগরের মেলার সুরক্ষা নিয়ে একটু বেশি সতর্ক প্রশাসন। সিসিটিভি, ড্রোন বসানো হয়েছে। এছাড়া মেলায় সাগর সঞ্চার বলে একটি পরিষেবা চালানো হচ্ছে। যার মাধ্য়মে ওয়াকিটকি দিয়ে ৪০ থেক ৫০ কিমি দূরত্বেও যোগাযোগ করা যাবে।

 

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে জাঁকিয়ে বসেছে শীত! কুয়াশার চাদরে ঢাকবে কোন কোন জেলা? জেনে নি কী বলছে হাওয়া অফিস
মেসি-কাণ্ডে কলকাতাকে বদনাম করার চেষ্টা! জয় শ্রীরাম স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের