ই-স্নানে বুকিং করুন গঙ্গাসাগরের জল, বাড়ি বসেই পান কপিল মুনির আশ্রমের প্রসাদও

 

  • করোনা আবহে এবার এলাহি কাণ্ড গঙ্গা সাগরে 
  •  ঘরে বসে পান কপিল মুনির আশ্রমের পুজোর প্রসাদ 
  • ফোন উঠিয়ে ই-স্নান বুকিং করুন গঙ্গা সাগরের জল
  •  মেলায় সাগর সঞ্চার বলে একটি পরিষেবা চালানো হচ্ছে 
     

করোনা আবহে এবার এলাহি কাণ্ড গঙ্গা সাগরে। একেবারে ঘরে বসে পুণ্য অর্জন করুন। আজ্ঞে হ্য়াঁ, সত্যি ঘরে বসে পান গঙ্গা সাগরের জল, কপিল মুনির আশ্রমের পুজোর প্রসাদ। এজন্য বেশি কিছু নয় ফোন উঠিয়ে ই-স্নান মারফত বুকিং করুন।

 

Latest Videos


সূত্রের খবর, ১৫০ টাকা দিয়ে অর্ডার করলেই মিলবে ঘরে বসে পান গঙ্গা সাগরের জল, কপিল মুনির আশ্রমের পুজোর প্রসাদ। এজন্য গঙ্গাসাগরের ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হবে। বুকিং করার তিনদিনের মধ্য়ে এই সকল সামগ্রী হাজির হবে বাড়িতে। প্রধানত যারা বাড়ি থেকে তেমন বেরোতে পারেন না , কিন্তু মন পড়ে থাকে তীর্থ স্থানে, তাঁদের জন্যই মূলত এই উদ্য়োগ।

 

 

 তবে করোনা আবহে আগের বারের থেকে গঙ্গাসাগরের মেলার সুরক্ষা নিয়ে একটু বেশি সতর্ক প্রশাসন। সিসিটিভি, ড্রোন বসানো হয়েছে। এছাড়া মেলায় সাগর সঞ্চার বলে একটি পরিষেবা চালানো হচ্ছে। যার মাধ্য়মে ওয়াকিটকি দিয়ে ৪০ থেক ৫০ কিমি দূরত্বেও যোগাযোগ করা যাবে।

 

Share this article
click me!

Latest Videos

হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari