হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, বউবাজারে বিপজ্জনক বাড়ি ভেঙে মৃত ১

Published : Sep 09, 2020, 09:17 AM ISTUpdated : Sep 09, 2020, 11:58 AM IST
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, বউবাজারে বিপজ্জনক বাড়ি ভেঙে মৃত ১

সংক্ষিপ্ত

বউবাজারে নতুন করে আতঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি বিপজ্জনক বাড়ি ভেঙে মৃত ১, আহত আরও ১ বিপজ্জনকবাড়ি বলে আগেই চিহ্নিত করেছিল পুরসভা

বউবাজারে বিপজ্জনক বাড়ি ভেঙে মৃত্যু হল এক যুবকের। আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন। বাড়ি ভাঙার আতঙ্কে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয় বউবাজারে। ওই বাড়িটিকে আগেই বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল পুরসভা।

বউবাজারের নূরমাল লোহিয়া লেনে চারতলার একটি বাড়ি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল। বাড়ির লোকেদের ওই বাড়ি ছাড়তে আগেই জানিয়েছিল পুরসভা। কিন্তু পরিবারের লোকেরা ওই বাড়ি ছাড়েননি তাঁরা। এদিন সন্ধ্য়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। বাড়ি ভেঙে বিশাল মণ্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে এসএসকেএমে ভর্তি করলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনায় গুরুতর জখম আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছে। বাড়ি ভাঙার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল।

পুলিশ সূত্রে খবর, এর আগেও হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল বাড়ির একাংশ। তারপর থেকেই বিপজ্জনক বলে চিহ্নিত করে পুরসভা। বাড়ির দেওয়ালেও বিপজ্জনক বলে লিখে দিয়েছিল পুরসভা। তারপরেও ঘর ছাড়েননি তাঁরা।     অভিযোগ, পুরসভার নিষেধাজ্ঞা অমান্য করেই ওই এলাকায় বহু মানুষ বিপজ্জনক বাড়িতে বসবাস করছেন। ক্ষতিগ্রস্ত বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর