ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি পেল না ১১টি ট্রেড ইউনিয়ন

Published : Dec 09, 2019, 11:31 PM IST
ভিক্টোরিয়া হাউসের সামনে সভার  অনুমতি পেল না ১১টি ট্রেড ইউনিয়ন

সংক্ষিপ্ত

ভিক্টোরিয়া হাউসের সামনে সভার আর্জি সভার  আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ ১১ ট্রেড ইউনিয়ন বুধবার ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েত করার কথা বলে তারা সোমবার সেই আর্জিতে সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট 

ভিক্টোরিয়া হাউসের সামনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বা বিজেপি যদি সভা করতে পারে, তারা কেন পারবে না? এই আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ১১ টি ট্রেড ইউনিয়ন। বুধবার ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েত করার কথা বলে তারা। সোমবার সেই আর্জিতে সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট। লালবাজারের অনুমতি দেওয়া পুরনো জায়গাতেই জমায়েত ও সভা করতে বলল আদালত। সোমবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহা। 

রাজ্য তথা দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে ১০-১১ টি ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠন চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে লং মার্চ শুরু করেছে। আগামী বুধবার কলকাতায় এসে তা শেষ হবে৷ ওইদিনই রানি রাসমণি রোডে সভা কর‍তে চেয়ে প্রথমে তারা পুলিশের কাছে আবেদন জানায়। পুলিশ অনুমতি দেয়। কিন্তু পরে তারা ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েত করতে চায়। কিন্তু পুলিশি অনুমতি না মেলায় হাইকোর্টে আবেদন জানায় তারা।

মামলাকারীদের আইনজীবী শামিম আহমেদের বক্তব্য, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সেখানে ২১ জুলাই পালন করে। বিজেপি সভা করার অনুমতি পায়। কিন্তু তারা পাবে না কেন? কিন্তু সরকারি আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, টিএমসি ওখানে ১৯৯১ সাল থেকে সভা করে আসছে। এছাড়া, ভিক্টোরিয়া হাউসের সামনে সপ্তাহের মাঝে কাজের দিনে জমায়েত, সভা হলে তীব্র যানজট হবে।

PREV
click me!

Recommended Stories

বকেয়া ডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে এবার টার্গেট মমতা! কড়া চিঠি গেল নবান্নে
মেট্রো যাত্রীদের জন্য সুখবর! আজ থেকে হাওড়া-সল্টলেক মেট্রোর সূচিতে বড় বদল