আনিস মৃত্যুতে বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের, কবে শুরু হচ্ছে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি

Published : Feb 21, 2022, 04:35 PM IST
আনিস মৃত্যুতে বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের, কবে শুরু হচ্ছে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি

সংক্ষিপ্ত

আনিস মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই মুখ্যসচিবের নেতৃত্বে সিট গঠন করে আনিস খান খুনের তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। যা নিয়েও বর্তমানে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোরদার চর্চা। 

ছাত্র নেতা আনিস খানের মৃত্যুতে আরও ঘোলা হচ্ছে জল। এমনকী লাগতে শুরু করেছে রাজনৈতিক রংও। এদিকে এই মৃত্যু কাণ্ডে আগেই স্বতঃপ্রণোদিত মামলা নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন আইনজীবী কৌস্তভ বাগচি। অবশেষে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল আদালত। আনিসের রহস্যজনক মৃত্যুর কারণ কী? পুলিশ কী ব্যবস্থা নিয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই স্বতঃপ্রণোদিত মামলার দাবি জানান কৌস্তভ। তাঁর দাবিতেই অবশেষে পড়ল সিলমোহর। অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যেই মুখ্যসচিবের নেতৃত্বে সিট গঠন করে আনিস খান খুনের তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। যা নিয়েও বর্তমানে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোরদার চর্চা। 


এদিকে এই ঘটনা প্রসঙ্গে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়েছে, বিষয়টি স্বতঃস্ফূর্ত মামলা হিসেবে গ্রহণ করছে আদালত। পাশাপাশি এদিন বিশেষ বেঞ্চের সামনেই বামপন্থী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে আনিশ খানের। সিএএ, এনআরসি নিয়েও দীর্ঘদিন ধরে লড়াই করছিল সে। পাশাপাশি আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র উলুবেড়িয়া হাসপাতালে অস্বাস্থ্যকর পরিস্থিতি নিয়েও সরব হয়েছিল। সেই কারণেই তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।" তাঁর এই মন্তব্য যে আদপে কেন্দ্র ও রাজ্য দুই সরকারকে বিঁধেই তা আর বলার অপেক্ষা রাখে না। যা নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা। কিন্তু এরইমাঝে স্বতঃস্ফূর্ত মামলা রুজ হয়ে যাওয়ায় গোটা ঘটনাই পেল নতুন মাত্রা। 

আরও পড়ুন- টেস্টে বাদ পড়তেই বিসিসিআই-র বিরুদ্ধে বিস্ফোরক ঋদ্ধি, তোপ রাহুল-সৌরভকে
অন্যদিকে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ অনুসারে আজ দুপুর ২টোর মধ্যেই আদালতে এই বিষয়ে লিখিত আকারে হলফনামা জমা দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মামলাটি জরুরি ভিত্তিতে গ্রহণ করেছে আদালত। আগামী ১৪ ফেব্রুয়ারি এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। এ এদিকে একাধিক সূত্রে দাবি করা হচ্ছে পুলিশের সামনে ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন আনিস। অনেকে তুলছেন হত্যার অভিযোগ। কিন্তু কাটেনি মৃত্যু রহস্যের জট। অন্যদিকে আনিসের পরিবারের দাবি, এক জন এসেছিলেন পুলিশের বেশে, সঙ্গে ওই দলে সিভিক ভলান্টিয়ারের পোশাকে দু’জনও ছিলেন। তাদের সামনেই ঘটে গোটা ঘটনা। যা নিয়ে বর্তমানে তোলপাড় গোটা রাজ্য। এদিকে আনিস মৃত্যুতে শোক প্রকাশ করে এদিন মমতা বলেন, “যে জীবন চলে গিয়েছে, সেটা ফিরিয়ে দেওয়া আমার হাতে নেই। কিন্তু আমার হাতে যা আছে, যারা দোষী, নিরপেক্ষ তদন্তে তারা শাস্তি পাবে এবং বিচার হবে।” 

আরও পড়ুন-মেটেনি রাস্তা-জলের সমস্যা, পুরুলিয়ায় ভোট বয়কটের ডাক একাধিক ওয়ার্ডে

আরও পড়ুন-তৃতীয় দফার ভোটে উত্তপ্ত উত্তরপ্রদেশ, যাদব ঘাঁটিতে জয় আনতে মরিয়া অখিলেশ

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today Live News: হামাসকে জঙ্গি সংগঠন ঘোষণা করুক ভারত, ইজরায়েলের দাবি- নতুন বিপদ আসছে
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী