কয়লা পাচার কাণ্ডে বিনয়-লালা ঘনিষ্ঠদের বাড়িতে CBI হানা, রাজ্যের ১০ জায়গায় একযোগে তল্লাশি

  • বিধানসভা নির্বাচনের আগে কয়লা পাচার কাণ্ডে নয়া মোড়  
  •  রাজ্যের ১০ টি জায়গায়  জায়গায় সিবিআই-র তল্লাশি 
  • তার মধ্য়ে অন্যতম, লালা ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা  
  •  বিনয় মিশ্রের ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশী চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী 
     


২০২২১ এর বিধানসভা নির্বাচনের আগে কয়লা পাচার কাণ্ডে নতুন মোড়।  বড়সড় তল্লাশি চালাল সিবিআই। রাজ্যের ১০ টি জায়গায় তল্লাশী চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কলকাতায় আরও ৫ টি দল রয়েছে সিবিআইয়ের।


 দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল সহ ১০ টি জায়গায় তল্লাশী চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিনয় মিশ্র এবং অনুপ মাজি ওরফে লালার ঘনিষ্ঠদের বাড়িতে একযোগে তল্লাশি চালাচ্ছে সিবিআই। এর আগে ১১ জানুয়ারি সকাল থেকেই কলকাতা সহ ১২ জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছে ইডি।সিবিআই সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ী গণেশ বাগারিয়া- লালার কালো টাকা কোম্পানি খুলে বাজারে খাটানো হত। এবং সেই টাকা প্রভাবশালীদের হাত দিয়েই যেত। 

Latest Videos


অপরদিকে, ১১ জানুয়ারি বাঙুর অ্যাভিনিউতে এক চার্টাড অ্যাকান্টেন্ডের বাড়িতে তল্লাশি চালান ইডির অফিসারেরা। এছাড়া দক্ষিণ কলকাতার গড়িয়াতে একটি আবাসনে বিশ্বজিৎ মালাকার নামে এক ব্য়বসায়ীর ফ্ল্য়াটে হানা দেন ইডি আধিকারিকরা। তাঁর বাবা ইসিএল কর্মী।কয়লা পাচারা কাণ্ডে ওই ব্য়বসায়ী এবং তাঁর বাবার সরাসরি যুক্ত বলেই অভিযোগ। পাশপাশি উত্তর ২৪ পরগণা-হুগলিতেও তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। উল্লেখ্য, বুধবার কলকাতায় আরও ৫ টি দল রয়েছে সিবিআইয়ের।

 

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts